শততম টেস্টের আগে স্বপ্নের কথা জানালেন পূজারা
টেস্টে ভারতীয় দলে অবিচ্ছিন্ন এক অংশ চেতেশ্বর পূজারা। দীর্ঘ সময়ের পথচলায় এক মাইলফলকের সামনে তিনি। আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন ধৈর্যশীল এই ব্যাটার। তার আগে পূজারা জানালেন তার স্বপ্নের কথা।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ম্যাচটি জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ফাইনালের আরও কাছে চলে যাবেন রোহিত শর্মারা। নাগপুর টেস্টে জিতে ইতোমধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।
যদি চার ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারে ভারত, তাহলে ডব্লিউটিসির দ্বিতীয় চক্রেও ফাইনাল নিশ্চিত করবে তারা। প্রথম চক্রে শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল এশিয়ার দেশটি। এবার ফাইনাল নিশ্চিত করে তা জেতাই পূজারার স্বপ্ন।
ভারতীয় ব্যাটার বলেছেন, ‘আশা করি, আমরা (দিল্লিতে) এই টেস্টটি জিতে যাব এবং আরও একটি টেস্ট জিতব যা আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলবে। হ্যাঁ, আমরা স্বপ্ন ভারতীয় দলের হয়ে সেই ফাইনাল জেতা। তবে আগে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করি। এরপর আমরা সেদিকে নজর দেব।’
এদিকে দিল্লিতে পূজারার শততম টেস্ট দেখতে মাঠে হাজির হবেন তার বাবা। তাই আনন্দের মাত্রা আরও বেড়েছে এই ক্রিকেটারের, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে বাবা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এমন একজন যিনি আমাকে ছোটবেলা থেকেই কোচিং করিয়েছেন। তিনি খুব খুশি এবং আগামীকাল এখানে আসবেন।’
পূজারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার সহধর্মিণীর প্রতিও, ‘আমার স্ত্রীও খুব সমর্থন করেছেন। একজন ক্রিকেটারের জীবনে পরিবারের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার পরিবার এবং আমার বন্ধুদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আমার শততম টেস্ট খেলতে পেরে আনন্দিত।’
এসজি