অবসরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ২ ক্রিকেটার
একই দিনে অবসর ঘোষণা দিলেন দুই দেশের দুই ক্রিকেটার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সব ধরনের ক্রিকেটকে ‘গুডবাই’ বলেছেন নিউজিল্যান্ডের টড অ্যাস্টল। এর কয়েক ঘণ্টা পরই বিদায়ী বার্তা দেন দক্ষিণ আফ্রিকার থিউনিস ডি ব্রাইন। তিনি তুলে রেখেছেন জাতীয় দলের জার্সি।
দুজনের মধ্যে কারোরই ক্যারিয়ার দীর্ঘ হয়নি আন্তর্জাতিক পর্যায়ে। ঘরোয়া ক্রিকেটে তিনশ’র বেশি ম্যাচ খেললেও নিউজিল্যান্ডের জার্সিতে মাত্র ১৯টি ম্যাচ খেলেছেন অ্যাস্টল- ৫ টেস্ট, ৯ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বসাকুল্যে ২৪টি উইকেট পেয়েছেন এই লেগস্পিনার।
২০২০ সালে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন অ্যাস্টল। শেষ দুই বছর তিনি মনোযোগী ছিলেন কেবল সাদা বলের ক্রিকেটে। কিন্তু নিয়মিত হতে পারেননি নিউজিল্যান্ড দলে। খুব ভালো সময় কাটছিল না ঘরোয়া ক্রিকেটেও। তাই ৩৬ বছর বয়সে থেমে গেলেন এই ক্রিকেটার।
অপরদিকে, জীবনে নতুন অধ্যায় শুরু করতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ডি ব্রাইন। ২০১৭ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে জড়ান তিনি। দেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট এবং ২ টি-টোয়েন্টি। কখনোই ওয়ানডেতে সুযোগ না পাওয়া প্রোটিয়া ব্যাটার অবসর ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সে।
এসজি