ওয়েস্ট ইন্ডিজ: ওয়ানডে অধিনায়ক হোপ, টি-টোয়েন্টিতে পাওয়েল
সীমিত ওভারে ক্রিকেটে ভিন্ন দুই দলের জন্য দুই অধিনায়কের নাম ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়দের ওয়ানডে দলের নেতৃত্বে রাখা হয়েছে শাই হোপকে। টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন রুভম্যান পাওয়েল।
হোপ ও পাওয়েল দায়িত্ব বুঝে নেবেন নিকোলাস পুরানের কাছ থেকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভরাডুবির পর সীমিত ওভারে অধিনায়কের পদ ছেড়ে দেন পুরান। আইসিসি ইভেন্টটিতে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল ক্যারিবীয়রা।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করবেন হোপ ও পাওয়েল। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন হোপ। টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাওয়েলের অধিনায়কত্বে। দুই দলের সিরিজটি শুরু হবে আগামী ১৬ মার্চ।
২০১৯ সালে ওয়ানডে দলের সহ-অধিনায়ক হয়েছিলেন হোপ। একই দায়িত্ব পুনরায় পান ২০২২ জুনে। এই টপ-অর্ডার ব্যাটার খেলেছেন ১০৪টি ওয়ানডে। ৪৮.০৮ গড়ে করেছেন ৪ হাজার ৩০৮ রান। অপরদিকে, পাওয়েলের নেতৃত্বে গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে জ্যামাইকা।
এমএমএ/