ফাইনালের টিকিট নিয়ে হাহাকার
বিপিএলের ফাইনাল মানেই এক টিকিটে দুই ছবি। ফাইনাল দেখার পাশাপাশি মনমুগ্ধকর সমাপনী অনুষ্ঠান। বিপিএলের নবম আসরে আজকের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস শো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগে পরে থাকবে সমাপনী অনুষ্ঠান। আগে থাকবে জেমসের নগরবাউল, মাকসুদের ঢাক ও ওয়ারফেজের ব্যান্ড সংগীত। পরে রাতে থাকবে আতশবাজিও লেজার শো।
এমনিতেই বিপিএল নিয়ে দর্শকদের বেজায় আগ্রহ। এবার সেই আগ্রহের মাত্রাতে গতি লেগেছে জমে উঠাতে। বিপিএল মানেই লো-স্কোরিং। মাঝে মাঝে হাই স্কোরিং ম্যাচ। এবার সেখানে ছিল বিপরীত। নিয়মিত হাই স্কোরিং ম্যাচ। কদাচিৎ লো-স্কোরিং ম্যাচ। সঙ্গে ছিল আবার দেশি ক্রিকেটারদের নৈপুণ্যে ভাস্বর। তাই সিলেট ও কুমিল্লার ফাইনাল নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ খুব বেশি। সেখানে আবার জনপ্রিয় তিন ব্যান্ড দল সংগীত পরিবেশন থাকায় সংগীত পিপাসুরাও স্টেডিয়ামমুখী হওয়ার পরিকল্পনা করেছেন। ফলে বেড়ে গেছে টিকিটের চাহিদা। একটি টিকিটের জন্য আগ্রহীরা করছেন ছুটাছুটি। এমন সুযোগ হাতছাড়া করতে চায় কে?
মিরপুর স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজারের মতো। এর প্রায় অর্ধেক বিসিবি ও বিপিএল গর্ভনিং কাউন্সিল বিভিন্ন ফ্রাঞ্চাইজি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সিসিডিএমের ক্লাবগুলো, কাউন্সিলাররা ও বিসিবির পরিচালক, স্টাফরা ছাড়াও সৌজন্য হিসেবেও আরও দিয়ে থাকে।
এমপি/এসএন