ভুলবশত ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছিল আইসিসি
টেস্ট র্যাঙ্কিংয়ে বড় গোলযোগ বাধিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে রোহিত শর্মার দলকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই নম্বর ওয়ান ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরানো হয়েছে অস্ট্রেলিয়াকে এবং ভারত নেমে গেছে দুইয়ে।
এদিকে র্যাঙ্কিং আকস্মিক পরিবর্তন মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)।
ক্রিকবাজকে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘তারা (আইসিসি) একটি গুরুতর বোকামি করেছে। যা ঠিক হয়নি।’
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ১৩২ রান ব্যবধানে হারিয়েছে ভারত। এটা প্রায় নিশ্চিত যে তারা টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে দ্রুতই ছাড়িয়ে যাবে। কিন্তু তার আগে ভুল করেই এশিয়ার দেশটিকে শীর্ষে তুলে দেয় আইসিসি।
বুধবার বিকেলে র্যাঙ্কিং অনুযায়ী, ভারত ১১৫ রেটিং নিয়ে টেস্টে প্রথম অবস্থানে ছিল। অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ছিল। ইংল্যান্ড (১০৬), নিউজিল্যান্ড (১০০) এবং দক্ষিণ আফ্রিকা (৮৫) যথাক্রমে পরের তিন অবস্থানে ছিল।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী, ভারত অপরিবর্তিত রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছে। ১২৬ পয়েন্টে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ত্রুটিটি একটি প্রযুক্তিগত ত্রুটি।’ সূত্র বলছে, আইসিসির দুবাই অফিসের ডিজিটাল টিম হিসেবে ভুল করে থাকতে পারে।
আরএ/