পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই ফাইনালে
যে কোনো আসরে ফাইনালে খেলে থাকে সেরা দুই দলই। কখনো কখনো ব্যত্যয় ঘটে থাকে সেমিতে অপেক্ষাকৃত সেরা দুই দল মুখোমুখি হয়ে পড়লে। তখন দেখা যায় অপর সেমির দুই দল তুলনামূলক শক্তিতে কিছুটা দুর্বল।বিপিএলের ফাইনালে এবার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে। ১২ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ছিল ১৮। কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও পয়েন্ট ছিল ১৮। নেট রান রেটে সিলেট এক-এ উঠে যায়। কুমিল্লা চলে যায় দুইয়ে।
বিপিএলে সাধারণত সেমিফাইনাল হয় না। প্লে অফ রাউন্ড হয়ে থাকে। যেখানে থাকে তিনটি ম্যাচ প্রথম ও দ্বিতীয় কোয়ারিফায়ার আর এলিমিনেটর। প্লে অফে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলে থাকে প্রথম কোয়ালিফায়ার। নিচের দুই দলের জন্য বরাদ্দ হয় এলিমিনেটর। এলিমিনেটরে জয়ী দল পরে খেলে থাকে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার।
প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ৬ উইকেটে সিলেটকে হারিয়ে ফাইনালে চলে যায়। সিলেটের বাড়ে অপেক্ষা। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মত জায়গা করে নেয় ফাইনালে।
বিপিএলের শুরু থেকে এবার সিলেট শীর্ষ স্থান ধরে রেখেই ফাইনালে উঠে আসে। কুমিল্লার অবস্থা ছিল নাজুক। তারা প্রথম তিন ম্যাচেই হেরে গিয়েছিল। পরে টানা ৯ ম্যাচ জিতে প্লে অফে উঠে আসে। পয়েন্ট টেবিলের দুইয়ে তারা জায়গা করে নিয়েছিল ১০ ম্যাচ পর শেষ দুই ম্যাচে জয়লাভ করে। তার আগ পর্যন্ত দুইয়ে ছিল ফরচুন বরিশাল। কিন্তু শেষ দুই ম্যাচে হেরে তারা পয়েন্ট টেবিলের চারে নেমে যায়।
এমপি/আরএ/