তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান ভারত
নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ভারত। বড় জয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে এশিয়ার দেশটি। তাতেই তিন ফরম্যাটে এখন নাম্বার ওয়ান ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে রোহিত শর্মার দল। টি-টোয়েন্টিতে আগ থেকেই শীর্ষে ছিল তারা।
দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। লড়াই শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। জয়ের দেখা মিললে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে চলে যাবেন রোহিত-কোহলিরা।
জুনে লন্ডনের দ্য ওভালে শিরোপা লড়াইয়ে থাকতে অস্ট্রেলিয়াকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ বা ৩-০ ব্যবধানে হারাতে হবে ভারতের। নাগপুরে সিরিজের প্রথম টেস্টে তারা জিতেছে ইনিংস এবং ১৩২ রান ব্যবধানে। দলের জয়ে বড় অবদান ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাজেদা এবং রোহিত শর্মার।
এসজি