মেট্টোরেলে বিপিএলের ফাইনালের ট্রফি নিয়ে ফটোসেশন
বিপিএলের ফাইনাল খেলার আগের দিন দুই দলের অধিনায়ককে নিয়ে ফটোসেশন হয়ে থাকে। এটা সাধারণত হয়ে থাকে খেলার ভেন্যু কিংবা অনুশীলন মাঠে। কিন্তু এবার নবম আসরের ফাইনালে খেলাকে সামনে রেখে ফটোনেশন হয়েছে মেট্টোরেলে।
ফাইনালের দুই প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্সের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা না আসাতে তার পরিবর্তে মুশফিকুর রহিম ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস এই ফটোশেসনে অংশ গ্রহণ করেন।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম ফটোসেশনে অংশ গ্রহণ করেন উত্তরা দিয়াবাড়ি মেট্টোরেল ডিপোতে। দুই জন বেশ কয়েকটি স্থানে ছবি তোলেন। প্রথমে তারা স্টেশনে দাঁড়িয়ে ট্রফি নিয়ে ছবি তোলেন। পরে মেট্টোরেলের ভেতরও ট্রফি নিয়ে ছবি তোলেন। এ ছাড়া, দুই জনে পাশাপাশি দাঁড়িয়েও কিছ ছবি তোলেন।
এ রকম কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইমরুল কায়েস লিখেছেন, `Nice Experience’. সঙ্গে মেট্টোরেলের দু্ইটি ইমোজিও দিয়েছেন।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা এবার নিয়ে চতুর্থবার ফাইনাল খেলবে। তারা ফাইনালে কখনো হারেনি। সিলেট এবার প্রথমবার ফাইনাল খেলবে। আবার সিলেটের প্রথম হলেও তাদের অধিনায়ক মাশরাফির এটি হবে পঞ্চম ফাইনাল। এর আগে চারবার ফাইনাল খেলে চারবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
এমপি/এমএমএ/