আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে: নিগার
নারী টি-টোয়েন্টি বিশ্বাকাপে হারের বৃত্তেই বাংলাদেশ। টাইগ্রেসদের টানা দ্বিতীয় হার এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। হেরেছে ৮ উইকেট ব্যবধানে। এর আগে শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয় ৭ উইকেটে। দুই ম্যাচেই ব্যাটাররা ডুবিয়েছে দলকে। তাই ব্যাটিংয়ে মেয়েদের উন্নতির তাগাদা দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সেন্ট জর্জ পার্কে বাংলাদেশের পুঁজি ছিল ১০৭ রান। অর্ধেকের বেশি রান আসে অধিনায়কের ব্যাট থেকে। ৫০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন নিগার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন স্বর্ণা আকতার। ব্যাটিংয়ে নামা অপর ৭ ব্যাটারের প্রত্যেকেই থামে এক অঙ্কের ঘরে! এতটুকুই জানান দেয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদের হারের কারণ।
পুরস্কার বিতরণী মঞ্চে নিগার বলেন, ‘পাওয়ারপ্লেতে আমরা বেশি রান পাইনি। আমরা ৪০-এর বেশি রান করতে চেয়েছিলাম কিন্তু শুরুতেই উইকেট হারাই। আমি সামাল দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে পারিনি। এটি একটি ভালো ট্র্যাক ছিল এবং যেকোনো দলকে হারানোর জন্য আমাদের ১৪০-এর বেশি রান প্রয়োজন।’
বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আমি শুধু আমার স্বাভাবিক খেলাটি খেলার চেষ্টা করেছি। জানতাম, যদি লম্বা ইনিস খেলি তাহলে ভালো সংগ্রহ পাব। সেই অনুযায়ী খেলছিলাম। প্রতিটি ওভারের পরিকল্পনা করছিলাম। আমাদের ব্যাটিং ইউনিটে কাজ করতে হবে এবং এমনকি শ্রীলঙ্কার বিপক্ষেও আমাদের রান কম ছিল।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট পাওয়া মারুফা আকতার অস্ট্রেলিয়া ম্যাচে পান ১ উইকেট। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন এই পেসার। ৪ ওভারে দিয়েছেন ১৯ রান। তাই ম্যাচ শেষে আলাদা করে এই তরুণীর প্রশংসা করলেন নিগার।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মারুফা দিন দিন উন্নতি করছে এবং তার বয়স মাত্র ১৮। কিন্তু তাকে সেরকম দেখা যাচ্ছে না, তাকে আরও পরিণত দেখাচ্ছে এবং বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করেছে।’ নিগার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভক্তদের প্রতিও, ‘এখানে থাকা এবং বাংলাদেশি জনগণের সমর্থন পাওয়া অসাধারণ ছিল। এটি আশ্চর্যজনক এবং ভক্তদের ধন্যবাদ।’
আরএ/