পিএসজিকে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে বায়ার্ন
সেরা ছন্দে ছিলেন নেইমার। লড়লেন লিওনেল মেসি। বেঞ্চ থেকে উঠে এসে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপেও। কিন্তু ‘বিগ থ্রি’ নিয়েও জেতা হলো না পিএসজি। পার্ক দেস প্রিন্সেসে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ম্যাচজুড়ে দাপট ছিল অতিথিদের। ৫৩ শতাংশ বল দখলে রেখে আক্রমণ সানায় ১৪ বার। ৭টি শট নেয় পিএসজির গোলমুখ বরাবর। বিপরীতে স্বাগতিকদের অন-শট ছিল মোটে ৪টি। তবে চেনা মাঠে দ্বিতীয়ার্ধে চেনা রূপে ফিরেছিল ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। ততক্ষণে পিছিয়ে পড়ে তারা।
ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান। বদলি নামা আলফোনসো ডেভিসের পাস ধরে ৫৩ মিনিটে লক্ষ্যভেদ করেন বায়ার্নের ফরাসি অ্যাটাকার। এরপর অবশ্য দুটো গোল পেয়েছিলেন এমবাপে। কিন্তু দুইবারই বেজে উঠে অফসাইডের বাঁশি।
চোট কাটিয়ে দলে ফেরা এমবাপেকে ৫৭ মিনিটে মাঠে নামান গালতিয়ের। ফরাসি ফরোয়ার্ড ৭৩ মিনিটে লক্ষ্যভেদ করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। একই কারণে ৮২ মিনিটে বাতিল হয় তার গোল। এমবাপের হতাশার দিনে বিফলে যায় মেসির কিছু প্রচেষ্টা।
নেইমার ম্যাচজুড়ে নেন ৩টি শট। এর মধ্যে একটি ছিল লক্ষ্যে। ৯২ শতাংশ নির্ভুল পাস খেলার দিনে চারটি ক্রস বাড়ান তিনি এবং জিতেন দুইটি ফ্রি-কিক। ‘বিগ থ্রি’র পিএসজি শেষ মুহূর্তে পেয়েছিল ১০ জনের বায়ার্নকে। ম্যাচের ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখেন বেঞ্জামিন প্যাভার্ড।
এরপর কিছু মিনিট সময় পেয়েও ম্যাচ সমতায় ফেরার সৌভাগ্য হয়নি পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার মিশন নিয়ে আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে ফিরতি লেগ খেলতে নামবেন মেসি-নেইমার-এমবাপেরা।
এসএন