বিফলে গেল নিগারের হাফ সেঞ্চুরি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার বলয় থেকে বের হয় আসতে পারছে না বাংলাদেশ দল। যে কারণে জয় থেকে যাচ্ছে অধরা, নিত্য সঙ্গী করতে হচ্ছে হারকে। এবার তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়ায় কাছে ৮ উইকেটের হার। অধিনায়ক নিগার সুলতানা হাফ সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশ ৭ উইকেটে মাত্র ১০৭ রান করে। স্বল্প পুঁজি পাড়ি দিতে অস্ট্রেলিয়াকে কোন বাধার মুখেই পড়তে হয়নি। ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমি ফাইনালের লড়াইয়ে টিকে থাকল বেশ ভালোভাবেই। অপরদিকে টানা দুই হারে বাংলাদেশের সেই সম্ভাবনা কঠিন হয়ে উঠল।
সেন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সুফল বয়ে আনতে পারেনি। এবারের আসরের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। যে কারণে এখন পর্যন্ত আসরে তারা জয়হীন।
দলে একমাত্র অধিনায়ক নিগার সুলতানা ছাড়া দলে আর সবাই ছিলেন চরমভাবে। দলের অর্ধেকেরও বেশি রান এসেছে তার ব্যাট থেকে। দলের রান ১০৭,সেখানে নিগারের রান ছিল ৫৭। ১ ছক্কা ও ৭ চারে ৫০ বলে সাজানো ছিল তার ইনিংস। হাফ সেঞ্চুরি করেন ৪১ বলে ১ ছক্কা ও ৬ চারে। চার নম্বরে ব্যাট করতে নেমে নিগার আউট হন ইনিংসের এক বল বাকি থাকতে সপ্তম ব্যাটসম্যান হিসেবে। তিনি ছাড়া কেবল স্বর্ণা আক্তার দুই অংকের রান করেন ১২। বাকি সবার রান ছিল টেলিফোন ডিজিটের মত ১, ৭, ৭, ৪, ৪, ৬,১। অতিরিক্ত রানও ছিল সিঙ্গেল ডিকিট ৯।
অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়ারেহ্যাম ২০ রানে নেন ৩ উইকেট। ডারসি ব্রাউন নেন ২৩ রানে ২ উইকেট।
ছোট টার্গেটের পিছনে ছুটে অস্ট্রেলিয়া শুরুতেই ওপেনার বেথ মানির উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে আলিশা হিলি ও মেগ লাননিং ১০ ওভারে ৬৯ রান যোগ করে দলের বড় জয়ের পথ সুগম করে দেন। মারুফা আক্তার বেথ মানিকে আউট করার পর দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন স্বর্ণা আক্তার আলিশা হ্যালিকে ৩৭ রানে আউট করে। এরপর জয়ের বাকি কাজ সারেন মেগ লাননিং ও গার্ডনার ৫.৫ ওভারে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে। লাননিং ৪৮ ও গার্ডনার ১৯ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার রানের চাকা আটকানো বা উইকেট ফেলার জন্য অধিনায়ক নিগার সুলতানা ৭ জন বোলার ব্যবহার করেও ব্যর্থ হন। স্বর্ণা ১২ ও মারুফা ১৯ রানে নেন ১টি করে উইকেট। ম্যাচ সেরা হন জর্জিয়া ওয়ারেহ্যাম।
এমপি/এসএন