অ্যান্ডারসন-ব্রড জুটি ফেরাল ইংল্যান্ড
ঘূর্ণিঝড় গ্যাব্রিলের কারণে নিউজিল্যান্ডে চলছে জরুরি অবস্থা। তবুও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম হোম টেস্ট যথাসময়ে শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গ্যাব্রিলের প্রভাব থাকুক বা না থাকুক, মাউন্ড মঙ্গানুইয়ে গতির ঝড় তুলতে প্রস্তুত ইংলিশরা। কেননা, আক্রমণভাগে দেশসেরা দুই পেসার- জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে রেখে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।
বিদেশের মাটিতে এক বছরেরও বেশি সময় পর দুই পেসারকে সঙ্গে নিয়ে টেস্ট খেলতে নামবে ক্রিকেটের জনকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে বে ওভালে তাদের লড়াই শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। ম্যাচটিকে সামনে রেখে পূর্ণ শক্তির একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
অ্যান্ডারসন-ব্রড জুটি ফেরায় হুমকিতে পড়ল শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার বিশ্বরেকর্ড। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি একত্রে ১০৪ টেস্টে শিকার করেছেন ১ হাজার ১টি উইকেট। একসময় মনে হয়েছিল যে এই রেকর্ডটি চিরস্থায়ী হতে পারে। কিন্তু এটা এখন দখলে নেওয়ার দ্বারপ্রান্তে দুই ইংলিশ পেসার।
১৩২ টেস্টে এখন পর্যন্ত ৯৯৭টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন ও ব্রড। অর্থাৎ মাউন্ট মঙ্গানুইয়ে দুজনের মিলে আর মাত্র ৫টি উইকেটে পেলে তারা ছাড়িয়ে যাবেন ওয়ার্ন ও ম্যাকগ্রাকে।
ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন ফোকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ওলি রবিনসন এবং জিমি অ্যান্ডারসন।
এসজি