ফাইনালে ওঠার শেষ সুযোগ কাজে লাগাতে বোলিংয়ে রংপুর
ফাইনালে ওঠার লড়াইয়ে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে থেকে পরস্পরের বিপক্ষে লড়াইয়ে নামার অপেক্ষায় সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সিলেট প্রথম কোয়ারিফায়ার হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছে। আর রংপুর এলিমিনেটর জিতেছে। রংপুর যেখানে উজ্জীবিত, সিলেটের সেখানে মনোবল নত।
রংপুর আবার প্লে-অফ থেকে নতুন ৪ বিদেশি খেলোয়াড়কে খেলাচ্ছে। যারা টি-টোয়েন্টি ক্রিকেটে সমাদৃত নাম। এখানে আবার পিছিয়ে সিলেট। তাদের নতুন সংগ্রহ মোটেই মানসম্মত হয়নি। যে কারণে তারা আজ (১৪ ফেব্রুয়ারি) উড়িয়ে এনেছে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে। এতে যদি তাদের অবস্থানের পরিবর্তন হয়।
এদিকে আজ এটি দুই দলের চলতি আসরে তৃতীয় লড়াই। লিগপর্বে আগের দুই লড়াইয়ে শেষ হাসি হেসেছিল রংপুর। তবে আগের দুই জয়ের চেয়ে আজকের জয় তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জয় যে তাদের ফাইনালের মঞ্চে নিয়ে যাবে। আবার সিলেট যদি আজ জয়ী হতে পারে তাহলে তাদের জন্য তা হবে আগের দুই হারের চেয়েও মহামূল্যবান। এই জয় তাদের প্রথমবারের মতো নিয়ে যাবে শিরোপা জেতার শেষ ধাপে।
কে হাসবে শেষ হাসি? দুই দলের সামনে শেষ সুযোগকে কাজে লাগাতে টস জিতে বোলিং করতে নামবে রংপুর।
লুক উডকে উড়িয়ে আনায় সিলেটের একাদশে একটি পরিবর্তন ছিল প্রত্যাশিত। সেখানে পরিবর্তন হয়েছে দুটি। খেলবেন থিসারা পেরেরা। একাদশে নেই ইসুরু উদানা ও শফিকউল্লাহ গাফারি। রংপুরের একাদশেও দেশি-বিদেশি মিলিয়ে পরিবর্তন দুটি। নাঈম শেখের জায়গা ঢুকেছেন রবিউল হক। আফগান মুজিব উর রহমানের পরিবর্তে নেওয়া হয়েছে ইংল্যান্ডের স্যাম বিলিংসকে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে ও লুক উড।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, শামীম হোসেন, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, রবিউল হক, ডুয়াইন ব্রাভো, স্যাম বিলিংস, দাসুন শানাকা ও নিকোলাস পুরান।
এমপি/এসজি