৩০০ টাকায় বিপিএলের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের দাম কমানোর পর ফাইনাল ম্যাচের টিকিটের দাম আবার বাড়ানো হয়েছে। যা লিগপর্বের চেয়ে প্রায় দ্বিগুণ। দাম বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে প্লে-অফের প্রথম দিন এলিমিনেটর ও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে যা করা হয়েছিল, সেখানে।
সর্বনিম্ন ৩০০ টাকা আর সর্বোচ্চ ২ হাজার টাকা। এই টাকায় ফাইনাল খেলা দেখার পাশাপাশি জেমস, মাকসুদ ও ওয়ারফেজের ব্যান্ড সংগীত, আতশবাজি ও লেজার শো দেখা যাবে।
সর্বনিম্ন ৩০০ টাকা দিয়ে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ৪০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
ফাইনাল খেলার দিন ও তার আগের দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ১নং গেট সংলগ্ন ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। ইতোমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনাল খেলা নিশ্চিত করেছে। অপর স্থান নিশ্চিত হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে। যে দল জিতবে তারাই দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।
এমপি/এসজি