ইংল্যান্ডের লুক উডকে উড়িয়ে আনল সিলেট
সিলেট স্ট্রাইকার্স মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের শূন্যস্থান পূরণ করতে পারেনি আফগানিস্তানের শফিকউল্লাহ গাফারি, জর্জ লিন্ডে কিংবা শ্রীলঙ্কার ইসুরু উদানাকে দিয়ে। কোয়ালিফায়ার-১ ম্যাচে তারা কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। এমনকি এই তিনজনের আগে নিয়ে আসা হয়েছিল পাকিস্তানের মোহাম্মদ ইরফানকে। তিনিও হতাশ করেছেন।
এদিকে বিপিএলের এবারের আসরের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট ফাইনালে যাওয়ার পথে বিশাল এক ঝুঁকিতে পড়ে। প্রথম কোয়ালিফায়ারে হেরেছে তারা। আজ (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
প্লে-অফের এলিমিনেটরে ফরচুন বরিশালের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ৪ তারকা ক্রিকেটার ডুয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, মজিবুর রহমান ও দাসুন শানাকাকে খেলিয়ে তারা সুফল ঘরে তুলে এখন ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে। তাদেরকে ঠেকিয়ে নিজেরা ফাইনালের টিকিট নিশ্চিত করতে সিলেট উড়িয়ে আনল ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে। সিলেটের পক্ষ থেকে বেলা তিনটার দিকে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে তিনি আজকের ম্যাচ খেলবেন বলেও উল্লেখ করা হয়।
লুক উড ইংল্যান্ডের হয়ে ১টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে ১০ ওভারে ৫৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে ১০ বলে করেছিলেন ১০ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে ২ ম্যাচে উইকেট পেয়েছেন ৩টি। দুটিই খেলেছেন ২০২২ সালের ২০ ও ২২ সেপ্টেম্বর করাচিতে পাকিস্তানের বিপক্ষে। অভিষেক ম্যাচেই ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে তিনি আর কোনো উইকেট পাননি। ৪ ওভারে রান দিয়েছিলেন ৪৯।
লুক উডকে নিয়ে সিলেট শিবিরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা আরও বেড়েছে। আগে থেকেই আছেন জর্জ লিন্ডে, ইসুরু উদানা, শফিকউল্লাহ গাফারি, থিসারা পেরেরা, রায়ান বার্ল, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, টম মরিস ও অ্যকারম্যান। এখান থেকেই আজ খেলবেন ৪ জন।
এমপি/এসজি