সেমির আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়াকে আজ হারাতেই হবে নিগারদের
লক্ষ্য সেমিফাইনাল খেলা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে দলগুলো হলো— অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে যাত্রা শুভ করতে পারেনি। ৬ উইকেটে হেরে আসর শুরু করেছে। বাংলাদেশের প্রথম ম্যাচের বিপরীতে শ্রীলঙ্কার ছিল দুই ম্যাচে দ্বিতীয় জয়।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের দ্বিতীয় খেলা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেন্ট জর্জস পার্ক ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
দুই দলেরই আজ দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৭ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে আসর শুরু করেছে।
সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচে জিততেই হবে। হারলে লড়াইয়ে পিছিয়ে পড়বে। গ্রুপে দুইটি করে ম্যাচ খেলে একমাত্র শ্রীলঙ্কাই ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ খেলেছে একটি করে ম্যাচ। দুইটি করে ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ রানে জিতে সেমিতে যাওয়ার লড়াইয়ে টিকে আছে। দুই ম্যাচেই হেরে নিউজিল্যান্ড আছে পয়েন্ট টেবিলে সবার নিচে।
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাংলাদেশ দল এখনো আছে হারের বৃত্তে। প্রস্তুতি ম্যাচে তারা হেরেছিল পাকিস্তান ও ভারতের কাছে। আসরে গিয়ে হেরেছে শ্রীলঙ্কার কাছে।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল যেমন ব্যাটিং ব্যর্থতার বলয় থেকে বের হয়ে আসতে পারেনি, তেমনি মূল পর্বে গিয়েও। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ৭ উইকেটে ১০১ ও ভারতের বিপক্ষে পরে ব্যাট করে ৮ উইকেটে ১৩১ রান করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে মূলপর্বের ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১২৬ রান করে হার মেনেছিল ৬ উইকেটে। আসরে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় পেতে হলে ব্যাটিংয়ে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের।
এমপি/আরএ/