ক্রিকেটকে বিদায় বললেন মরগান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। এবার সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিলেন ইয়ন মরগান, যার নেতৃত্বে ২০১৯ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
ক্রিকেটে মরগানের পথচলা শুরু হয় আয়ারল্যান্ডের হয়ে। এরপর গায়ে জড়ান ইংল্যান্ডের জার্সি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলে ১৬ বছরের ক্যারিয়ার তার। ২০২২ সালের জুলাইয়ে দীর্ঘ পথচলার ইতি টানেন এই ব্যাটার। তবে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে চালিয়ে যান খেলা।
গত বছর দ্য হান্ড্রেডে মরগানের নেতৃত্বে এলিমিনেটরে লড়েছিল লন্ডন স্পিরিট। সম্প্রতি সমাপ্ত এসএ-২০ লিগে পাল রয়্যালসের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, ব্রডকাস্টার হিসেবে পেশাদার খেলার সঙ্গে জড়িত থাকবেন তিনি এবং কোচ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
৩৬ বছর বয়সে অবসর ঘোষণায় মরগান বলেছেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি বিশ্বাস করি যে খেলাটি থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময় যা আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক চিন্তা-ভাবনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি আমি।’
এসজি