বাউন্ডারি না হাঁকানোর মূল্য দিতে হয়েছে: নিগার
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নীল। কিন্তু ম্যাচ এগিয়ে যেতেই তা ফিকে হয়ে যায়। কমে আসে ব্যাটারদের ধার। পায় ১২৬ রানের পুঁজি, যা ডিফেন্স করতে নেমে বোলিংয়ে লড়লেন কেবল মারুফা আকতার। ফলস্বরূপ টুর্নামেন্টের শুরুতে হার হয় টাইগ্রেসদের সঙ্গী।
দলের ব্যর্থতায় ব্যাখ্যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, বাউন্ডারি না হাঁকানোর চড়ামূল্য দিয়েছেন তারা। ভুল কিছু বলেননি অধিনায়ক নিগার। শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি এবং নিগার প্রথম ৩৫ বলে ১০টি চার মারেন। অথচ শেষ ৮৫ বলে ছিল না কোনো বাউন্ডারি!
যদিও বাংলাদেশের ইনিংস শেষ হয়েছিল চার দিয়েই। তবে সেটা ছিল বাই রান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের ব্যাখ্যায় প্রথমেই নিগার বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু ৬ ওভারের পর কোনো বাউন্ডারি মারতে পারিনি। তারই চড়ামূল্য দিতে হয়েছে।’
তার আগে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য ছিল এমন, ‘ব্যাটিং পাওয়ারপ্লেতে আমাদের শুরুটা দুর্দান্ত ছিল। সবমিলে শুরুটা ভালো ছিল। আমরা পরের ম্যাচেও এটা চালিয়ে যেতে চাই। আমাদের বাউন্ডারি মারার ক্ষমতা নিয়ে কাজ করতে হবে।’
নিগারের মতে, আর ১০-১৫ করতে পারলে গল্প ভিন্ন হতে পারত। তিনি বলেছেন, ‘(কেপটাউনের উইকেট) এটা দারুণ একটি ব্যাটিং-বান্ধব উইকেট ছিল, কিন্তু আমরা ১০-১৫ রান কম করেছিলাম। ১৪০ ভালো স্কোর হত।’
এমনকি বোলিংয়েও পাওয়ারপ্লেতে দুর্দান্ত ছিল বাংলাদেশ। মারুফার পেসে মাত্র ৫.২ ওভারে মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩টি উইকেটই নেন মারুফ। সবমিলে ৪ ওভারে ২৩ রান দেন টাইগ্রেস পেসার। কিন্তু হর্ষিতা মাদাভি ও নিলাক্ষী ডি সিলভার রেকর্ড জুটিতে জয় অধরা থেকে যায় লাল-সবুজ দলের।
মারুফার দিনে বোলিংয়ে মিতব্যয়ী ছিলেন নাহিদা আকতার। জাহানারা আলম ও সালমা খাতুনও চেপে ধরেছিলেন প্রতিপক্ষকে। তাই বোলারদের তেমন ভুল দেখছেন না নিগার, ‘মারুফা দেখিয়েছে সে কতটা ভালো, অন্য বোলাররা তাকে ভালো সঙ্গ দিয়েছে।’
‘এ’ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আগামীকাল টাইগ্রেসদের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিগার বলেছেন, ‘আমাদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমরা এখন সেই ম্যাচের অপেক্ষায় আছি।’
আরএ/