দ্বিতীয় কোয়ালিফায়ারে টিকিটের দাম কমল
বিপিএলের নবম আসরে কোয়ালিফায়ার-২ ম্যাচের জন্য টিকিটের মূল্য কমানো হয়েছে। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিপিএলে শুরু হওয়ার পর থেকে গতকাল রবিবার পর্যন্ত প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যে কারণে লিগ পর্বে টিকিটের সর্বনিম্ন মূল রাখা হয়েছিল ২০০ টাকা। এলিমিনেটর ও কোয়ারিফায়ার-১ ম্যাচের জন্য তা বাড়িয়ে করা হয়েছিল ৩০০ টাকা।
এখন আবার মঙ্গলবার শুধুমাত্র কোয়ালিফায়ার-২ ম্যাচের জন্য টিকিটের দাম কমিয়ে সর্বনিম্ন করা হয়েছে ১০০ টাকা। এই টাকা দিয়ে পূর্ব গ্যালারিতে খেলা দেখা যাবে। এ ছাড়া সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা। আগে ছিল ২০০০ টাকা। ভিআইপ স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০০ টাকা। ৮০০ টাকার ক্লাব হাউজের বর্তমান মূল্য ধার্য করা হয়েছে ৩০০ টাকা। উত্তর/দক্ষিণ গ্যালারি ৪০০ টাকা ছিল। তা কমে এসেছে ২০০ টাকায়।
আজ ও আগামীকাল খেলার দিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ১ নং গেইট সংলগ্ন বুথে ও মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া যাবে।
এমপি/আরএ/