টিকে থাকার ছাড়পত্র পেতে টস জিতে বোলিংয়ে রংপুর
লিগ পর্বে ফরচুন বরিশালের কাছে দুই দুইবারই হেরেছে রংপুর রাইডার্স। কিন্তু তাদের এই দুই হারের চেয়ে মহামূল্যবান হয়ে উঠবে আজ যদি তারা বরিশালকে হারাতে পারে। কারণ বরিশালের কাছে দুই বার হারের পরও তারা আসরে টিকে ছিল। পয়েন্ট টেবিলের তিনে থেকে উঠে এসেছে প্লে অফ রাউন্ডের এলিমিনেটর খেলতে।
এখানে হারের কোনো মূল্য নেই। শুধুই জয়ের মূল্য আছে। হার মানেই এবারের আসর থেকে বাজবে ছুটির ঘণ্টা। জয়ী দল টিকে থাকবে ফাইনালে যাওয়ার মিশনে। তখন তাদের সামনে সুযোগ আসবে ১৪ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার-২ খেলার। সেই সুযোগকে মুঠোবন্দি করতে বরিশালের ছুটির ঘণ্টা বাজাতে টস জিতে বোলিং বেছে নিয়েছে রংপুর।
এই ম্যাচে দুই দলেরই যে একাধিক পরিবর্তন হবে তা ছিল অনুমিতই। কারণ পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছেড়ে চলে গেছেন। বরিশালের হয়ে খেলা ইফতেখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম আগের ম্যাচ থেকেই নেই। যে কারণে তাদের সেরা একাদশে পরিবর্তনও কম। প্লে অফের জন্য উড়িয়ে আনা উইন্ডিজের আন্দ্রে ফ্লেচারকে রাখা হয়েছে সেরা একাদশে। তাকে জায়গা করে দিতে সরে দাঁড়াতে হয়েছে ইব্রাহিম জাদরানকে। কিন্তু দেশি কোটায় পরিবর্তন দুইটি। ফিরিয়ে আনা হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বি ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে। দলে নেই এবাদত হোসেন ও মোহাম্মদ সালমান হোসেন ইমন।
রংপুরের বিদেশি ক্রিকেটার সংগ্রহে চমক দেখিয়েছে। আগের দিন দলের পক্ষ থেকে জানানো হয়েছিল প্লে অফের জন্য আফগানিস্তানের অফ স্পিনার মজিবর রহমান ও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে নিয়ে আসা হয়েছে। আর গুঞ্জন ছিল উইন্ডিজের ডুয়াইম ব্রাভো ও নিকোলাস পুরানকে নিয়ে। সবাইকে চমকে দিয়ে সেরা একাদশে এই ক্রিকেটারের নামও দেখা যায়। যে কারণে চার বিদেশিই পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন টম কোলার, আজমতউল্লাহ ওমরজাই, রহমতুল্লাহ গুরবাজ ও নাভিন উল হক। এ ছাড়া শেখ মাহেদি হাসানকে একাদশে ফিরিয়ে আনাতে বাদ পড়েছেন রিপন মন্ডল।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, চাতুরাঙ্গা ডি সিলভা, ডোয়াইন প্রিটোরিয়াস, মাহমুদউল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বি, করিম জানাত, আন্দ্রে ফ্লেচার ও খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, রনি তালুকদার, শামীম হোসেন, হাসান মাহমুদ,শেখ মাহেদি হাসান, রকিবুল হাসান, ডুয়াইন ব্রাভো, মজিবর রহমান, দাসুন শানাকা ও নিকোলাস পুরান।
এমপি/আরএ/