নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু আজ রাতে
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো আয়োজিত এই আসরে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ থেকেই চমক দেখানো শুরু করে। এখানে হারিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে। পরে মূল পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়ে শুরু করেছিল। বাংলাদেশ দলকে নিয়ে সবার আগ্রহের মাত্রা বেড়ে যায়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে খেলার সুযোগ করে নেয়। সুপার সিক্সের শেষ খেলা পর্যন্ত সেমিতে যাওয়া লড়াইয়ে ছিল। শেষ পর্যন্ত তা আর পারেনি। সেই দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এবার বাংলাদেশ জাতীয় দল অনূর্ধ্ব-১৯ দলের মতো আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হতে পারেনি। প্রস্তুতি ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তানের পর ভারতের সঙ্গেও। পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারের পর ভারতের কাছে হেরেছে ৫২ রানে। ১০ দলের আসরের পর্দা উঠেছে ১০ ফেব্রুয়ারি। বাংলাদেশের পর্দা উঠছে আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কেপটাউনের নিউ ল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। তাদের প্রথম খেলা হলেও শ্রীলঙ্কার এটি দ্বিতীয় খেলা। প্রথম দিনই তারা স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল। আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১২৯ রান করেছিল। জবাব দিতে নেমে স্বাগতিকরা ৯ উইকেটে করেছিল ১২৬ রান।
আজকের ম্যাচে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখ স্মৃতি নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের নেই সে রকম কোনো সুখ স্মৃতি। তাদের সম্বল দুইটি প্রস্তুতি ম্যাচেই হারের নোনা স্বাদ। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে করেছিল মাত্র ১০১ রান। পাকিস্তান সেই রান টপকে গিয়েছিল ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেছিল শামিমা সুলতানা। শবনম মুস্তারি ১৮ ও অধিনায়ক নিগার সুলাতানার ১৫ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি। বল হাতে রুমানা ৬ রানে ও মারুফা ২৭ রানে নিয়েছিলেন ২টি করে উইকেট।
ভারতের বিপক্ষে পরের ম্যাচে ১৮৩ রানের পাহাড় ডিঙ্গাতে গিয়ে বাংলাদেশ ৮ উইকেটে করেছিল ১৩১ রান। অধিনায়ক নিগার সুলতানা ৩৫ বলে করেছিলেন সর্বোচ্চ ৪০ রান। এ ছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছিলেন মোর্শেদা খাতুন ৩২, শামিমা সুলতানা ১৫ ও রুতি মনি ১১ রান করে। বল হাতে নাহিদা আক্তার ২৪ রানে নিয়েছিলেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছিলেন জাহানারা সালমা ও মারুফা।
এমপি/এসএন