মূল্য বাড়ল ‘প্লে অফ রাউন্ড’ টিকিটের
জমজমাট বিপিএলের নবম আসরের প্লে অফের খেলা দেখতে পকেটের বাড়তি টাকা খরচ করতে হবে দর্শকদের। কারণ বিপিএলের গর্ভনিং কাউন্সিল সব ধরনের টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে।
লিগ পর্বে যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় দুইটি করে ম্যাচ দেখা গেছে, এখন সেখানে সর্বনিম্ন মূল ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে পূর্ব গ্যালারি ৩০০টাকা। এই টাকা দিয়ে ১২ ফেব্রুয়ারি এলিমেনেটর ও কোয়ালিফায়ার-১ দুইটি ম্যাচ দেখা গেলেও ১৪ ফেব্রয়ারিদেখা যাবে শুধু কোয়ালিফায়ার-২ ম্যাচ। কারণ এ দিন আর কোনো খেলা নেই।
এলিমেনেটরে লড়বে ফরচুন বরিশাল ও রংপর রাইডার্স। কোয়ালিফায়ার-১ খেলবে সিলেট স্টাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এলিমেনেটরে বিজয়ী ও কোয়ালিফায়ার-১ এ হেরে যাওয়া দল দুইটি খেলবে কোয়ালিফায়ার-২ ম্যাচ। খেলার দিন ও তার আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত মিরপুর হোসেন শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ১ নং গেট সংলগ্ন বুথে টিকিট পাওয়া যাবে।
সর্বনিম্ন টিকিটের মূল্য ১০০ টাকা বাড়লেও সর্বোচ্চ দামের টিকিটের ক্ষেত্রে মূল্য বাড়ানো হয়েছে ৫০০ টাকা। আগে যেখানে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ছিল ১৫০০ টাকা, এখন সেখানে করা হয়েঠে ২০০০ টাকা। ৫০০ টাকা বাড়ানো হয়েছে ভিআইপি স্ট্যান্ডেরও। ১০০০ টাকা থেকে বেড়ে করা হয়েছে ১৫০০ টাকা। ৫০০ টাকা মূল্যোর ক্লাব হাউজের মূল্য ৩০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৮০০ টাকা।
এ ছাড়া উত্তর/দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য বাড়ানো হয়েছে ১০০ টাকা। এখন নতুন মূল্য ৪০০ টাকা।
এমপি/এমএমএ/