ভারতে লজ্জার হার অস্ট্রেলিয়ার
ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখাতে পারল না অস্ট্রেলিয়া। শনিবার এশিয়ার দেশটিতে সর্বনিন্ম ৯১ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে প্যাট কামিন্সের দল। ফলস্বরূপ বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের তৃতীয় দিনে ইনিংস এবং ১৩২ রান ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।
বিদর্ভ স্টেডিয়ামে প্রথম দিনে ১৭৭ রানে গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। জবাবে রোহিত সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের হাফসেঞ্চুরিতে ভারত পায় ৪০০ রানের পুঁজি। ২২৩ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩২.৩ ওভারে।
পাঁচ দিনের টেস্ট আড়াই দিনে শেষ করার কৃতিত্ব রবিচন্দ্রন অশ্বিনের। তৃতীয় দিনে মাত্র ৩৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার, টেস্টে ৩১ বারের মতো। উইকেট শিকারে তার সঙ্গে যোগ দেন রবীন্দ্র জাদেজাও। দুজনে ভাগাভাগি প্রতিপক্ষের ৭ উইকেট। অক্ষর প্যাটেল পান ১ উইকেট।
পর পর দুই ওভারে দুই আঘাতে অস্ট্রেলিয়াকে লজ্জার সাগরে ডোবান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। দিনের দ্বিতীয় সেশনে সতীর্থদের অসহায় আত্মসমর্পন উইকেটে থেকে দেখেছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৫ রান আসে তার ব্যাট থেকেই।
ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে এতদিন অস্ট্রেলিয়ার সর্বনিন্ম ইনিংস ছিল ৯৩ রানে। সেটা ২০০৪-০৫ মৌসুমে। মুম্বাইয়ে ওই ম্যাচটি ১৩ রানে হেরেছিল অজিরা। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিন্ম দলীয় ৮১ রান। ১৯৮১ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ৫৯ রানে হেরেছিল স্বাগতিকরা।
সে তুলনায় নাগপুরে আরও বড় পরাজয় দেখল অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন জাদেজা। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকার করেছেন ভারতীয় অলরাউন্ডার। বিপরীতে ব্যাট হাতে খেলেছেন ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস।
এমএমএ/