পুরস্কার ও তিরস্কার দুটোই পেলেন জাদেজা
পাঁচ মাস পর মাঠে ফিরলেন রবীন্দ্র জাদেজা। ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে জেতালেন এই অলরাউন্ডার। দুর্দান্ত পারফরম্যান্সের বিপরীতে বিতর্কের জন্মও দিয়েছেন তিনি। তাতে পুরস্কার ও তিরস্কার দুটোই পেলেন জাদেজা।
নাগপুর টেস্টে খেলাকালীন হাতে একটি ক্রিম ব্যবহার করেন জাদেজা। এ বিষয়ে অবগত ছিলেন না আম্পায়াররা। ঘটনাটি ঘটে প্রথম দিনের খেলার ৪৬তম ওভারে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, জাদেজা সতীর্থ সিরাজের হাত কিছু একটা নিয়ে তার বাম তর্জনীতে ঘষছেন।
ওই ভিডিও ক্লিপ দেখে প্রশ্ন তুলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। টুইট পোস্টে তিনি লিখেন, ‘জাদেজা তার ঘূর্ণায়মান আঙুলে কী লাগাচ্ছেন?’ তবে এ নিয়ে কোনো অভিযোগ করেনি অস্ট্রেলিয়া।
আইসিসি তথ্যমতে, অভিযোগ করেছেন অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও রিচার্ড ইলিংওয়ার্থ, থার্ড আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার কেএন অনন্তপদ্মানাভন।
পুরো ঘটনাটি আম্পায়ারদের অগোচরে হওয়ায় জাদেজাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার ঝুলিতে জমা পড়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির মতে, ম্যাচ রেফারি নিশ্চিত ছিলেন যে ক্রিমটি অন্য কোনো উদ্দেশে প্রয়োগ করা হয়নি যা জাদেজাকে বল টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত করতে পারে।
বিশ্বক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘ভারত টিম ম্যানেজমেন্ট ব্যাখ্যা করেছিল যে ফিঙ্গার স্পিনার (জাদেজা) তার বোলিং হাতের তর্জনী ফুলে যাওয়ার জন্য ক্রিমটি ব্যবহার করছিল। মাঠ আম্পায়ারদের অনুমতি না নিয়েই এটি ব্যবহার করা হয়েছিল।’
বিতর্কের মাঝেই বল ও ব্যাট হাতে আলো ছড়ান জাদেজা। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে শিকার করেন ৫ উইকেট। এরপর ব্যাটিংয়ে দলকে পথ দেখান ৭০ রানের ইনিংস খেলে। ফের বোলিংয়ে শিকার করেন ২ উইকেট। তাই কোনো সংকোচ ছাড়াই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ম্যাচসেরার পুরস্কার।
এমএমএ/