প্রথম ইনিংসে ভারতের ৪০০
রোহিত শর্মার মতো সেঞ্চুরি হাঁকানোর সৌভাগ্য হয়নি রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের। তবে দুজনের হাফ সেঞ্চুরিতে নাগপুর টেস্টের লাগাম টেনে ধরেছে ভারত। প্রথম ইনিংসে থেমেছে ৪০০ রানে। এর আগে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে থামিয়ে দেন ভারতীয় স্পিনাররা। এতে ২২৩ রানের লিড নিয়ে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে স্বাগতিকরা।
শনিবার ৭ উইকেটে ৩২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। জাদেজা ও প্যাটেল আগের দিন অপরাজিত ছিলেন যথাক্রমে ৬৬ ও ৫২ রানে। এদিন আরও মাত্র ৪ রান করতেই পথ হারান জাদেজা। তাকে বোল্ড করেন টড মার্ফি।
এরপর মোহাম্মদ শামিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন অক্ষর। সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাকে হতাশায় ডুবান প্যাট কামিন্স। ব্যক্তিগত ৮৪ রানে অজি অধিনায়কের পেসে কাটা পড়েন অক্ষর। তার ১৭৪ বলের ইনিংসে ছিল ১০ চার ও ১ ছক্কার মার।
দলীয় ৩৮০ রানে অক্ষর ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। ভারতের ইনিংস গুটিয়ে দেন মার্ফি। ৩৭ রান করা শামিকে নিজের সপ্তম শিকার বানান অভিষেক টেস্ট খেলতে নামা এই অজি স্পিনার। এরপরই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল।
এসএন