রংপুরকে এলিমিনেটরে পাঠিয়ে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা
অঘোষিত ফাইনাল জিততে পারল না রংপুর রাইডার্স। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) লিগপর্বের শেষ দিনে তাদের ৭০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। রংপুরকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
কোয়ালিফায়ার-১ নিশ্চিত করতে এক জয় দূরে ছিল কুমিল্লা ও রংপুর। দুই দলের মুখোমুখি সাক্ষাতে কাঙ্ক্ষিত ২ পয়েন্ট পেয়েছে কুমিল্লা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৭ রানে বড় পুঁজি পায় তারা। জবাবে ১০৭ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস।
কুমিল্লার ইনিংসের বড় অবদান ছিল লিটন দাস, জাকির আলী এবং খুশদিল শাহের। ৩৩ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৭ রান করেন টাইগার ওপেনার লিটন। তার ব্যাটেই শুরু থেকে ভালো অবস্থানে ছিল কুমিল্লা।
শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালান খুশদিল ও জাকির। দুজনের অবিশ্বাস্য জুটিতে ফুলে-ফেঁপে উঠে কুমিল্লার ইনিংস। মাত্র ৩৯ বলে দলের খাতায় ৭২ রানে যোগ করেন তারা। ২৩ বলে ৩৪ রান করে থামেন জাকির। কোনো চার না হাঁকালেও তার ইনিংসে ছিল ৩টি ছক্কার মার।
খুশদিল ছিলেন আরও মারমুখী। ২০০ স্ট্রাইক রেটে ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। এই বাঁহাতির ২০ বলের ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কার মার। গুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লার ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন ২৪ রান (২১ বলে) এবং অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ১৯ রান (২০ বলে)।
ব্যাটারদের গড়ে দেওয়া মঞ্চে জ্বলে উঠেন কুমিল্লার বোলাররা। সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ৩ ওভারে মাত্র ১৮ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান সুনিল নারিন ও তানভীর ইসলাম। আন্দ্রে রাসেলের ঝুলিতে জমা পড়ে এক উইকেট।
কুমিল্লার অলরাউন্ড পারফরম্যান্সের দিনে পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারায় রংপুর। বাজে শুরুর ধাক্কা সামলাতে পারেনি নুরুল হাসান সোহানের দল। ১৭ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন তিনে নামা রহমানউল্লাহ গুরবাজ।
টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগপর্ব শেষে করেছে কুমিল্লা। শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট তাদের সমান (১৮)। তবে রান রেটে পিছিয়ে আছে কুমিল্লা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রংপুর। পরের স্থানে ফরচুন বরিশাল। ১১ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ১৪ পয়েন্ট।
আজ রাতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে বরিশাল। ম্যাচের ফল যাই হোক না কেন, টেবিলে পরিবর্তন এলেও তার প্রভাব থাকবে না প্লে-অফে। এটা সুনিশ্চিত যে ১২ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে লড়বে কুমিল্লা ও সিলেট। তার আগে, একই দিনে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর এবং বরিশাল।
এসজি