জাদেজা-অশ্বিনে প্রথম দিনেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া
নাগপুরে স্পিন ফাঁদ পেতেছে ভারত। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে উইকেটের প্রকৃতি অজানা ছিল না অস্ট্রেলিয়ার। স্বাগতিকদের ওপেন চ্যালেঞ্জ জয় করতে পারেনি সফরকারীরা। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি জাদুতে প্রথম দিনেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গেছে অজিদের প্রথম ইনিংস। প্রতিপক্ষের ৮ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন জাদেজা ও অশ্বিন। এরপর ১ উইকেটে ৭৭ রানের পুঁজি নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।
এদিন টস ভাগ্য জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। মাঠে নামতেই দুই ওপেনারকে হারায় তার দল। ইনিংসের সপ্তম বলে উসমান খাজাকে বোল্ড করেন মোহাম্মদ শামি। তৃতীয় ওভারের প্রথম বলে ডেভিড ওয়ার্নারকে শিকার বানান মোহাম্মদ সিরাজ। দুজনেই সাজঘরে ফেরেন ১ রান করে।
২ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ। তাদের প্রতিরোধে প্রথম সেশনে আর কোনো উইকেট হারাতে হয়নি সফরকারীদের। মধাহ্নভোজের বিরতিতে যায় ৭৬ রানের সংগ্রহ নিয়ে। দ্বিতীয় সেশনে তাদের সর্বনাশ করেন জাদেজা।
ভারতীয় স্পিনারের ব্যাক-টু-ব্যাক আঘাতে কাটা পড়েন লাবুশানে ও ম্যাট রেনশ। ইনিংসের ৩৬তম ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ার ৮২ রানের জুটি ভাঙেন জাদেজা। আউট করেন হাফসেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকা লাবুশানেকে। পরের বলেই এলবির ফাঁদে ফেলেন রেনশকে।
খানিকবাদে জাদেজার তৃতীয় আঘাত। বোল্ড করেন স্মিথকে (৩৭)। পিটার হ্যান্ডসকম্ব এবং অ্যালেক্স ক্যারির ষষ্ঠ উইকেট জুটিতে কোনোরকমে দেড়শ রানের কোটা অতিক্রম করে অস্ট্রেলিয়া। এই জুটি ভেঙে প্রথম উইকেটশিকারির তালিকায় যোগ দেন অশ্বিন। তার বলে দলীয় ১৬২ এবং ব্যক্তিগত ৩৬ রানে বোল্ড হোন কিপার-ব্যাটার ক্যারি।
কিছুক্ষণ পরে অজি অধিনায়ক কামিন্সকে (৬) আউট করেন অশ্বিন। এরপর অভিষিক্ত টড মার্ফি (০) এবং হ্যান্ডসকম্বকে (৩১) সাজঘরে ফিরিয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেন জাদেজা। স্কট বোল্যান্ডকে (১) শিকার বানিয়ে সফরকারীদের প্রথম ইনিংস থামিয়ে দেন অশ্বিন।
দুই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সের পর রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে ভালো শুরু পায় ভারত। তাদের উদ্বোধনী জুটিতে দলের খাতায় যোগ হয় ৭৬ রান। শেষ বিকালে পথ হারান রাহুল। দারুণ ফিরতি ক্যাচে তাকে আউট করেন মার্ফি। সাজঘরে ফেরার আগে ২০ রান করেন ভারতীয় ওপেনার।
রাহুল ফেরার পর নাইটওয়াচম্যান অশ্বিনকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন রোহিত। তিনি অপরাজিত আছেন ৫৬ রানে। অশ্বিন রানের খাতা খোলার অপেক্ষায় রয়েছেন। ১০০ রানে পিছিয়ে থেকে আগামীকাল (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের খেলার শুরু করবে স্বাগতিকরা।
এসজি