চট্টগ্রামকে হারিয়ে টেবিলের দুইয়ে রংপুর
আর্জেন্টিনা হতে চেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু হতে পারেনি। এমনকি বিপিএলের শেষটাও জয়ে রাঙাতে পারল না জিয়াউর রহমানের দল। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে তাদের ৭ উইকেটে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানের উঠে এসেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
বিপিএলের নবম আসরে চট্টগ্রাম তাদের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩২ রান তুলতে সক্ষম হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাদের এই পুঁজি ৪ ওভার হারে রেখেই টপকে যায় রংপুর।
রান তাড়ায় শুরু থেকেই মারমুখী ছিল রংপুরের ব্যাটাররা। নাঈম শেখ ও রনি তালুকদারের ৪.৩ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। নাঈমকে (২০) মাঠছাড়া করেন নিহাদুজ্জামান। ২৮ রান করা রনিকে সাজঘরে পাঠান জিয়াউর। কিন্তু ম্যাচের লাগাম টেনে ধরতে পারেনি চট্টগ্রামের বোলাররা।
রহমানউল্লাহ গুরবাজের ৪৬ রানের ইনিংসে প্রশস্ত হয় রংপুরের জয়ের পথ। নিহাদুজ্জামানের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৩০ বলে ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই আফগান ক্রিকেটার। এরপর চতুর্থ উইকেট জুটিতে নিশ্চিত হয় রংপুরের জয়।
দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক নুরুল। তিনি অপরাজিত ছিলেন ১৫ রানে। উইকেটের অপরপ্রান্তে টিকে থাকা টম কোহলার-ক্যাডমোরের ব্যাট থেকে আসে ২০ রান। সমান ১১ ম্যাচ শেষে রংপুর ও কুমিল্লার পয়েন্ট সমান ১৬। নেট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নুরুলের দল।
হার দিয়ে আসর শেষ করা চট্টগ্রাম রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে। ১২ ম্যাচে ৯ হারের বিপরীতে তাদের জয় মাত্র ৩টি। তাতে ঝুলিতে জমা পড়েছে মোটে ৬ পয়েন্ট।
এসএন