হার দিয়েই প্রস্তুতি সারল টাইগ্রেসরা
বোলারদের খরুচে বোলিংয়ের পর ব্যাটারদের আত্মসমর্পণ। এক কথায়, দুই বিভাগের ব্যর্থতায় হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ নারী দল। বুধবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচে ভারতের কাছে ৫২ রানে হেরেছে টাইগ্রেসরা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ৬ উইকেট ব্যবধানে।
স্টেলেনবোশে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় ভারতীয় মেয়েরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল।
বোলিংয়ে কেবল সফল ছিলেন সালমা খাতুন ও নাহিদা আকতার। ১৮ বলে ১৮ রান দিয়ে ১ উইকেট পান সালমা। ২ উইকেট শিকার করা নাহিদা ৩ ওভারে দেন ২৪ রান। পেসার জাহানারা আলম ১ উইকেটে পেলেও ৪ ওভারে দেন ৫৪ রান। মারুফা আকতার (১/৩৬) বাদে খরুচে ছিলেন বাকিরাও।
টাইগ্রেস বোলারদের উপর তাণ্ডব চালান রিচা ঘোষ। তার হার না মানা ৯১ রানের ইনিংসেই মূলত বড় পুঁজি পায় ভারত। রিচার ৫৬ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৯ ছক্কার মার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে জেমিমাহ রদ্রিগেসের ব্যাট থেকে।
রান তাড়ায় কখনোই জয়ের স্বপ্ন তাজা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নিগার। অধিনায়ক ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন মুর্শিদা খাতুন (৩২), শামিমা সুলতানা (১৫) এবং রিতু মনি (১১)।
দক্ষিণ আফ্রিকায় নারী বিশ্বকাপের পর্দা উঠবে আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। কেউটাউনে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন নিগাররা। ‘এ’ গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ- স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
এসজি