বোলিংয়ে রংপুর, দু’দলের একাদশে ৮ পরিবর্তন
প্লে-অফের সর্বশেষ দল ছিল রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করে পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে তারা ৮ উইকেটে সহজেই পরাস্ত করে কোয়ালিফায়ার-১ খেলার লড়াইয়ে শামিল হয়। সেই লক্ষ্য পূরণ করতে হলে আজ (৮ ফেব্রুয়ারি) তাদের হারাতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এরপর আবার পরের ম্যাচ জিততে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও।
এদিকে কুমিল্লাও আছে কোয়ালিফায়ার-১ খেলার মিছিলে। ইতোমধ্যে আজ দিনের প্রথম ম্যাচে খুলনাকে সহজেই ৬ উইকেটে হারিয়ে সিলেট প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত করেছে।
রংপুর কুমিল্লার বিপক্ষে জয়ী হতে পারবে কি না তা পরের বিষয়। কিন্তু তার আগে সেই সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে আজ তারা চট্টগ্রামের বিপক্ষে টস হেরে বোলিং করতে নামবে আগে।
রংপুরের একাদশে পরিবর্তন আছে ৪টি। এই ম্যাচে খেলছেন না শেখ মেহেদি হাসান, রবিউল হক, অ্যারন জোনস ও শোয়েব মালিক। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে রিপন মন্ডল, রকিবুল হাসান, টম কোলার, রহমতউল্লাহ গুরবাজ।
চট্টগ্রামের একাদশেও পরিবর্তন ৪টি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় খেলছেন না নিয়মিত অধিনায়ক শুভাগত হোম। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন জিয়াউর রহমান। দলে ডুকেছেন তৌফিক খান তুষার, বিজয়াকান্ত, মেহেদি হাসান রানা, ম্যাক্সওয়েল প্যাটট্রিক। দলে নেই দারউইস রাসুলি, উন্মুক্ত চাঁদ ও ইরফান শুক্কুর।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, রনি তালুকদার, শামীম হোসেন, টম কোলার, হাসান মাহমুদ, রিপন মন্ডল, রকিবুল হাসান, টম কোলার, আজমতউল্লাহ ওমরজাই ও রহমতউল্লাহ গুরবাজ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: ওসমান খান, আফিফ হোসেন, মেহেদি মারুফ, কার্টিস ক্যাম্ফার, মুত্যুঞ্জয় চৌধুরী, জিয়াউর রহমান, নাহিদুজ্জামান, তৌফিক খান তুষার, বিজয়াকান্ত, মেহেদি হাসান রানা ও ম্যাক্সওয়েল প্যাটট্রিক।
এমপি/এসজি