আমির-ইমাদকে নিয়ে সিলেট নামবে শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে
সিলেট স্ট্রা্ইকার্সের প্রধান কর্ণধার সারোয়ার চৌধুরী ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের ছবি দিয়ে WELCOME BACK IMAD WASIM, MOHAMMAD AMIR লিখে পোস্টার করে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। আর পোস্ট করে তিনি লিখেছেন, ‘Amir and Imad can be replaced with only Amir and Imad’.
সারোয়ার চৌধুরী এই পোস্টই বুঝাচ্ছে এই দুই ক্রিকেটারের গুরুত্ব সিলেট স্ট্রাইকার্সের জন্য কতোটা জরুরি। সিলেটের অগ্রযাত্রায় ইমাদ-আমিরের অবদান খুব বেশি। সিলেটের হয়ে প্রথম ১০টি ম্যাচ খেলে তারা চলে যান পাকিস্তান। এ সময় মোহাম্মদ আমিরের উইকেট ছিল ১৩টি, ইমাদ ওয়াসিমের উইকেট ১০টি। তারপর ১১ নম্বর ম্যাচ তাদের আর খেলা হয়নি। এরপর আবার তাদের ফিরিয়ে আনা হয়েছে।
সিলেট ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। প্লে অফের খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। কিন্তু সারোয়ার চৌধুরীর পোস্ট শুধু প্লে অফের কথাই বুঝাচ্ছে না। লিগ পর্বে সিলেটের শেষ খেলার গুরুত্বও বহন করা বুঝাচ্ছে।
এবারের জমজমাট বিপিএলে অন্যতম আকর্ষণ প্লে অফ নিশ্চিত করা চার দলের অন্য রকম লড়াই। এই লড়াই শীর্ষে উঠার। পয়েন্ট টেবিলের এক থেকে দুইয়ে থাকার লড়াই। তা’হলেই যে ফাইনালে খেলার জন্য অন্তত দুইটি সুযোগ পাওয়া যাবে। খেলা যাবে প্রথমে কোয়ালিফায়ার-১। এখানে সফল হতে না পারলে তখন দরজা খোলা থাকবে কোয়ালিফায়ার-২ এর জন্য। ইমাদ আর আমিরকে ফিরিয়ে আনতে পেরে সিলেট শিবিরে তাই স্বস্তির নিশ্বাস। এই দুই ক্রিকেটারকে তাই দেখা যাবে আজ সিলেটের শীর্ষস্থান ধরে রেখে কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত করার মিশনে খুলনা টাইগার্সের বিপক্ষে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আসরের শুরু থেকে শীর্ষ স্থান ধরে রাখা সিলেট আজ শেষ ম্যাচ জিতলে তা ধরে রাখার সুযোগ পাবে। খেলা শুরু হবে বেল দেড়টায়।
আমির ও ইমাদ সিলেটের জন্য কতোটা বড় সম্পদ তা বুঝা গেছে রংপুর রাইডার্সের বিপক্ষে তাদরে সর্বশেষ ম্যাচে। যে ম্যাচে সিলেট ২ উইকটে ১৭০ রান করেও ন্যূনতম লড়াই করতে পারেনি। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় থাকা বোলারদের মাঝে সিলেটের এই দু্ই বোলারও আছেন। কিন্তু তারা দুই জনেই খেলেননি রংপুরের বিপক্ষে ম্যাচ। এমন কি খেলেননি সর্বাধিক উইকেট শিকারি তালিকায় থাকা আরেক বোলার কাপ্তান মাশরাফিও। এই তিন জনের অনুপস্থিতিতে সিলেটের বোলিং আক্রমণ ভোতা হয়ে গিয়েছিল। আজকের ম্যাচে আমির ও ইমাদ ফিরলেও মাশরাফির ফেরাটা অনিশ্চিত। কারণ তিনি ইনজুরিতে পড়ে খেলতে পারছেন না।
সিলেটের সামনে যখন দিগন্ত প্রসারিত রাস্তা, তখন খুলনার রাস্তা হয়ে এসেছে ছোট। কারণ তারা তারা ছিটকে গেছে আসর থেকে। তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে সবার নিচে। লক্ষ্যহীন ম্যাচে তাদের ক্ষীণ একটি লক্ষ্যও আছে। জিততে পারলে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকার দুর্নাম ঘুচাতে পারবে।
দুই দলের প্রথম সাক্ষাতে নিজেদের মাঠে সিলেট জয়ী হয়েছিল ৩১ রানে। আগে ব্যাট করে সিলেট ৪ উইকেটে ১৯২ রান করেছিল। জবাব দিতে নেমে খুলনা যেতে পেরেছিল ৯ উইকেটে ১৬১ রান।
এমপি/আরএ/