চট্টগ্রামকে হারালেই শীর্ষে উঠার লড়াইয়ে থাকবে রংপুর
বিপিএলে এবারের আসরে রান হচ্ছে প্রচুর। দুইশোর্ধ্ব রান অতিক্রম করার ঘটনাও ঘটেছে। দুইশর কাছকাছি রানও অতিক্রম করে ম্যাচ জেতার নজির আছে এবারের আসরে। সেখানে এবার লো-স্কোরিং ম্যাচ হচ্ছে না বললেই চলে। আর লো-স্কোরিং মানেই হার অবধারিত। সেই লো-স্কোরিং ম্যাচে এবার মাঝে মাজে ব্যত্যয় ঘটেছে। যেমন খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ডমিনেটরস ১০৮ রান করেও ম্যাচ জিতেছিল ২৪ রানে। গতকাল মঙ্গলবার সেই ঢাকার বিপক্ষে আবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১১৮ রান করে ম্যাচ জিতেছে ১৫ রানে।
চট্টগ্রাম এমন এক সময় এ রকম মরণ কামড় দিয়েছে, যখন তাদের হারানোর কিছু নেই। অনেক আগেই বাদ পড়েছে প্লে অফে খেলার সুযোগ থেকে। ম্যাচগুলো তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার আর পয়েন্ট টেবিলে স্বাস্থ্য পেটমোটা করা। সেই চট্টগ্রাম আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে যদি রংপুর রাইডার্সকেও মরণ কামড় দেয়, তাহলে তাতে করে চট্টগ্রামের যতটা লাভ হবে, তার চেয়ে ঢের ক্ষতি হবে রংপুরের। কারণ তখন তারা শীর্ষে উঠার সুযোগ হারাবে। চট্টগ্রাম জয়ী হতে পারলে তারা পয়েন্ট টেবিলের ছয় থেকে পাঁচে উঠে আসবে। আর হেরে গেলে সবার নিচে নেমে যেতে পারে যদি খুলনা তাদের শেষ ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষে জিতে যায়।
চট্টগ্রামের আজ শেষ খেলা হলেও রংপুরের আরেকটি খেলা থাকবে। সেটি খেলবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে ফরচুন বরিশালকে হারিয়ে বর্তমানে দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। দুই দলের প্রথম মোকাবিলায় রংপুর জয়ী হয়েছিল ১৫৫ রানে। মিরপুরে রংপুর আগে ব্যাট করে ৬ উইকেটে করেছিল ১৭৯ রান। জবাব দিতে নেমে বন্দর নগরীর দলটি মোটেই ভালো করতে পারেনি। ১২৪ রানে অলআউট হয়েছিল।
এমপি/এসএন