নারী আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৯ জন
নিশ্চিত হয়েছে নারী আইপিএল শুরুর তারিখ এবং ভেন্যু। এবার প্রকাশ করা হলো প্লেয়ার্স ড্রাফটের তালিকা। ৪০৯ জনের দীর্ঘ তালিকায় রয়েছে বাংলাদেশের ৯ ক্রিকেটার।
এরা হলেন-নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, সালমা আক্তার, স্বর্ণা আকতার, রুমানা আহমেদ, নাহিদা আকতার, লতা মন্ডল, রিতু মনি এবং সোবহানা মোস্তারি।
নারী আইপিএলের উদ্বোধনী সংস্করণের পর্দা উঠবে আগামী ৪ মার্চ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। মুম্বাইয়ে দুই ভেন্যুতে- ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং পাতিল স্টেডিয়ামে হবে টুর্নামেন্টে ২২ ম্যাচ। এর আগে, চলতি মাসের ১৩ তারিখ মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে নিলাম অনুষ্ঠান।
নিলামের জন্য তৈরি করা প্রাথমিক তালিকায় ছিল ১ হাজার ৫২৫ জন ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৪০৯ জনকে। এর মধ্যে ২৪৬ জন ভারতীয় এবং ১৬৩ জন বিদেশি ক্রিকেটার। অভিষিক্ত খেলোয়াড়ের সংখ্যা ২০২, অনভিষিক্ত ১৯৯ জন এবং বাকি ৮ জন সহযোগী দেশগুলোর।
প্লেয়ার্স ড্রাফটে চার শতাধিক খেলোয়াড় থাকলেও নিলামে দল পাবে ৯০ জন। বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে ৩০টি। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এই ক্যাটাগরিতে নেই বাংলাদেশের কেউ। বাংলাদেশিদের মধ্যে রুমানা ও সালমার ভিত্তিমূল্য সর্বোচ্চ ৪০ লাখ রুপি।
অলরাউন্ড ক্যাটাগরিতে রুমানা ছাড়াও রাখা হয়েছে তার সতীর্থ-স্বর্ণা, নাহিদা, লতা, রিতু এবং সোবহানাকে। কিপার-ব্যাটার ক্যাটাগরিতে আছেন বাংলাদেশ অধিনায়ক নিগার। পেসার হিসেবে রাখা হয়েছে জাহানারাকে। স্বর্ণা বাদে প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। স্বর্ণার ভিত্তিমূল্য ২০ লাখ রুপি।
এমএমএ/