টস জিতে বোলিংয়ে কুমিল্লা
সমান্তরাল দাঁড়িয়ে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুই দলের পয়েন্টই ১০ ম্যাচে ১৪ করে। দুই দলই আছে কোয়ালিফায়ার-১ খেলার লক্ষ্যে। তার জন্য চাই শীর্ষ দুইয়ে থাকা। সেখানে তাকতে হলে আজ জিততেই হবে। যে দল জিতবে তারাই এগিয়ে যাবে।
এমন একটি ম্যাচকে সামনে রেখে কুমিল্লা উড়িয়ে এনেছে উইন্ডিজের সুনিল নারিন ও আন্দ্রে রাসেলকে। বরিশাল ফিরেয়ে এনেছে তাদের হয়ে অসাধরণ ব্যাটিং করা পাকিস্তানের ইফতেখার আহমেদকে।
এই লড়াইয়েকে জিতবে তা পরের বিষয়। কিন্তু ম্যাচ শুরুর আগে এই ম্যাচ নিয়ে সবার মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। লড়াই শুরু হচ্ছে কুমিল্লার টস জয় দিয়ে। টস জিতে নিয়েছে বোলিং করার সিদ্ধান্ত।
দুই দলের একাদশেই পরিবর্তন অনুমিতই ছিল। কুমিল্লা নারিন ও রাসেলকে খেলাতে একাদশ থেকে ছেটে ফেলে দেয়া হয়েছে জনসন চার্লস ও আবরার আহমেদেকে। আগের ম্যাচ খেলা নাসিম শাহ অবশ্য চলে গেছেন পিসিএল খেলতে। খুশদিল শাহকে ফিরিয়ে আনায় তাকেও রাখা হয়েছে সেরা একাদশে। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন কুমার দাসও।বাদ পড়েছেন সৈকত আলী।
ইফতেখার আহমেদ পাকিস্তান গিয়ে আবার ফিরে আসলেও বরিশালের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। তারপরও বিদেশি কোটায় পরিবর্তন আছে একটি। ইব্রাহিম জাদরানের পরিবর্তে একাদশে ফিরিয়ে আনা হয়েছে লঙ্কান চাতুরাঙ্গা ডি সিলভাকে। এ ছাড়া, সালমান হোসেনের পরিবর্তে এবাদত হোসেনকে আবার রাখা হয়েছে একাদশে।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাইফ হাসান, চাতুরাঙ্গা ডি সিলভা ইফতেখার আহমেদ, মাহমুদউল্লাহ, এবাদত হোসেন, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম, খালেদ আহমেদ ও ফজলে রাব্বিকে।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস,মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তানভীর ইসলাম, আন্দ্র রাসেল, মোস্তাফিজুর রহমান, সুনিল নারিন, ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এমপি/এমএমএ/