১১৮ রান করেও চট্টগ্রামের জয়
লো-স্কোরিং ম্যাচে ৮ উইকেটে মাত্র ১১৮ রান করেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৫ রানে হারিয়েছে ঢাকা ডমিনেটরসকে। টস জিতে ব্যাট করতে নেমে আরাফাত সানির (৪/২২) তোপে চট্টগ্রাম সুবিধা করতে পারেনি। পরে কার্টিস ক্যাম্ফার (৩/১৫), জিয়াউর রহমান (২/১৫) ও মৃত্যুঞ্জয় চৌধুরীর (২/২৯) পাল্টা আঘাতে ঢাকা ৯ উইকেটে ১০৩ রানে থেমে যায়।
ফলে ঢাকা জয় দিয়ে আসর শুরু করলেও শেষ করেছে হার দিয়ে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৬। হারলেও নেট রানরেটে ঢাকা পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান ধরে রেখেছে। ১১ ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ৬। তাদের শেষ ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে আগামীকাল বুধবার।
টার্গেট কম হলেও পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ঢাকা ম্যাচকে কঠিন করে তুলে। এসময় তাদের রান ছিল ৬ ওভারে ৩ উইকেটে ৩৯। সৌম্য করেন ২১ রান। সেই ম্যাচকে পরে সহজতর করে তুলেন দুর্দান্ত ব্যাটিং করা অধিনায়ক নাসির হোসেন ৩৩ বলে ২৪ রানের ইনিংস খেলে। তিনি আউট হওয়ার সময় দলের রান ছিল ১৬ ওভারে ৫ উইকেটে ৮৮। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২৪ বলে ৩১ রানের যা খুব কঠিন টার্গেট নয়। কিন্তু সেই রানকেই পরে কঠিন করে তুলেন মৃত্যুঞ্জয়, ক্যাম্ফার ও জিয়াউর রহমান। ৩.২ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ঢাকা হারকে তরান্বিত করে। কার্টিস ক্যাম্ফার ১৫ রানে ৩টি, জিয়াউর ১৫ ও মৃত্যুঞ্জয় ২৯ রানে নেন ২টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আারাফাত সানির তোপে পড়ে চট্টগ্রামও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ২৮ রানে ৫ উইকেট হারিয়ে। পরে ওসমান খান ৩০ ও জিয়াউর রহমান ২০ বলে ২ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৩৪ রান করলে চট্টগ্রাম ৮ উইকেটে ১১৮ রান করে। আারাফাত সানি ২২ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হন জিয়াউর রহমান।
এমপি/এসজি