নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি ঢাকা-চট্টগ্রাম
নবম বিপিএলে একটি ভেন্যুতে খেলা চলাকালীন দুই দিন পর একদিন বিরতি রাখা হয়েছে। কিন্তু ঢাকায় তৃতীয় দফা বিপিএলে ফিরে আসার পর দুই দিন খেলা হয়েছে। এরপর বিরতি রাখা হয়েছে দুই দিন। এই দুই দিন বিরতি থাকার পর আজ মঙ্গলবার আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। যথারীতি আজ দুইটি খেলা মাঠে গড়াবে। কিন্তু এই দুই খেলার চিত্রনাট্য দুই রকম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটরসের দিনের প্রথম ম্যাচ (খেলা শুরু হবে বেলা দেড়টায়) শুধুই নিয়ম রক্ষার। সেখানে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলা মহাগুরুত্বপূর্ণ। দুই দলই শীর্ষে উঠার জন্য লড়বে।
ঢাকা আজ শেষ ম্যাচ খেলবে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৬। চট্টগ্রামের আজকের ম্যাচের পর খেলা থাকবে আরও একটি। তাদের পয়েন্ট ৪। এই দুই দলের নিয়ম রক্ষার ম্যাচে লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে স্বাস্থ্যবান করে তোলা। ঢাকা আছে পঞ্চম স্থানে। আজ জয়ী হতে পারলে তারা পঞ্চম স্থানকে আরও মজবুত করবে ৮ পয়েন্ট নিয়ে। সেক্ষেত্রে খুলনা টাইগার্স যদি পরের দুই ম্যাচ জিতে তখন তাদের পয়েন্টও ৮ হবে। নেট রান রেটে তখন স্থান নির্ধারণ হবে।
বিপিএলে ঢাকা বিভিন্ন সময় বিভিন্ন মালিকানায় খেললেও সব সময়ই শক্তিশালী দল গড়েছে। কিন্তু এবার তারা সেই রকম শক্তিশালী দল গড়েনি। যার খেসারত দিয়েছে প্লে অফে খেলতে না পেরে। যদিও তারা জয় দিয়ে আসর শুরু করেছিল। কিন্তু এরপর টানা ছয় ম্যাচ হেরে প্লে অফে খেলাকে ঝুঁকিপূর্ণ করে তুলে। পরে আর তারা ঝুঁকিমুক্ত হতে পারেনি।
চট্টগ্রাম গতবার প্লে-অফে খেলেছিল। তারাও ঢাকার মতো শক্তিশালী দল গড়েনি। হার দিয়ে শুরু করলেও পরে দারুণভাবে ফিরে এসেছিল আসরে। প্রথম চার ম্যাচের দুইটিতে জিতে ছিল প্লে-অফের লড়াইয়ে। এরপরই সেখনে ছন্দপতন ঘটে। ঢাকার মতো তারাও টানা ছয় ম্যাচ হেরে প্লে অফ থেকে ছিটকে পড়ে।
এমপি/এসআইএইচ