পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সোমবার (৬ ফেব্রুয়ারি) কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এদিন টস ভাগ্য জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও শেষতক ৪ ওভার হাতে রেখেই জয়ের দেখা পায় পাকিস্তানের মেয়েরা।
যেহেতু প্রস্তুতি ম্যাচ, তাই ছিল না একাদশ সাজানোর নিয়ম। এমন ম্যাচে ওপেনিংয়ে সোবহানা মোস্তারির সঙ্গে নামেন টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন। উদ্বোধনী জুটিতে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ।
৩.১ ওভারে দলীয় ১৩ এবং ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন সালমা। তাকে আউট করেন নিদা দার। এরপর শামিমাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন সোবহানা। তাদের জুটিতে সঠিক পথেই ছিল বাংলাদেশ। কিন্তু টাইগ্রেস ওপেনার ফিরতেই ছন্দ হারায় দল।
দশম ওভারের পঞ্চম বলে সোবহানাকে শিকার বানান তুবা হাসান। ২১ বলে ১ চারে ১৮ রান করেন টাইগ্রেস ওপেনার। খানিকবাদে সাজঘরে ফেরেন শামিমাও। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে তার ব্যাট থেকে। শামিমার ৪১ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার।
এরপর কেবল নিগার ছুঁতে পেরেছেন দুই অঙ্কের রান। টাইগ্রেস অধিনায়ক আউট হন ১৫ রানে (১৮ বলে)। বাংলাদেশের ইনিংসে ছিল না কোনো ছক্কা। চার হয়েছে সর্বসাকুল্যে ৪টি।
এরপর রান তাড়ায় দুটি করে উইকেট পান মারুফা আকতার ও রুমানা আহমেদ। মারুফা শিকার বানান দুই পাকিস্তানি ওপেনার সিদ্রা আমিন (১) এবং জাভেরিয়া ওয়াদুদকে (১২)। রুমানা আউট করেন বিসমাহ মারুফ (২৪) ও মুনিবা আলি সিদ্দিকীকে (৯)।
১২.৩ ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন নিদা দার ও আয়েশা নাসিম। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ২৪ ও ২০ রানে।
এসজি