ওমরাহ শেষে দেশে ফিরলেন সাকিব
সাকিব আল হাসান যেন ঘড়ির কাঁটা ধরে চলেন। প্রতিটি মুহূর্তকেই কাজে লাগাতে চান। টুর্নামেন্ট বা সিরিজ চলাকালীন অনুশীলন না করে কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের অনুষ্ঠান যোগ দেওয়া কিংবা বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়া তার জন্য নিত্য ঘটনা। এবারের বিপিএলেও তিনি একাধিকবার এ জাতীয় ঘটনা ঘটিয়েছেন। এবার সেই সাকিব ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়েছেন। বিপিএল চলাকালীন তিনি পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরেছেন।
সাকিবের ওমরাহ পালনের সময় ফরচুন বরিশালের কোনো ম্যাচ ছিল না। বরিশাল সর্বশেষ ম্যাচ খেলেছিল ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে। বরিশালের পরের ম্যাচ আগামীকাল (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। অর্থাৎ ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বরিশালের কোনো খেলা ছিল না। এই সময়টাকেই তিনি কাজে লাগিয়ে পবিত্র ওমরাহ করে আসেন।
ফরচুন বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে সাকিব পবিত্র ওমরাহ করতে গিয়েছেন। ফিরবেন সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায়। সে অনুযায়ী সাকিব আজ সকাল ১০টায় দেশে ফিরেন তিনি। আগামীকাল তিনি কুমিল্লার বিপক্ষে বরিশালের হয়ে টস করতে নামবেন।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করা বরিশালের লক্ষ্য এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। একই লক্ষ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও।
এমপি/এসজি