ভারত পাকিস্তানে হারলে নরেন্দ্র মোদি অদৃশ্য হয়ে যাবে!
ক্রিকেটপাগল দেশ ভারত। দলের হারে পুরো জাতি যেমন উৎসবের রঙে সাজে, তেমনি একটি হারে ধ্বংসাত্মক রূপে দেখা যায় ভক্তদের। এমন বহু খবর পূর্বে উঠে এসেছে খবরের শিরোনামে। অতীতের গল্পগুলো নতুন করে সামনে তুলে ধরলেন জাভেদ মিয়াঁদাদ।
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে এশিয়া কাপকে কেন্দ্র করে। কেননা, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে টুর্নামেন্টটি খেলতে চায় না ভারত। কিন্তু মিয়াঁদাদ দেখছেন অন্য কিছু। তার মতে, ভারত পাকিস্তানের হারলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অদৃশ্য হয়ে যাবে!
সসম্প্রতি এক পাবলিক ইভেন্টে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার তার বক্তৃতায় বলেছেন, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভয় পায় কেন? তারা জানে পাকিস্তানের কাছে গেলে তাদের জনগণ তাদের রেহাই দেবে না। নরেন্দ্র মোদি অদৃশ্য হয়ে যাবে, তাদের জনগণ তাকে ছাড়বে না।’
সবশেষ ২০০৮ সালে পাকিস্তান গিয়েছিল ভারত। এশিয়া কাপ খেলতে। পাকিস্তান সবশেষ ভারত সফর করেছে ২০১২ সালে। খেলেছিল ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। এরপর থেকে দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে।
মিয়াঁদাদের মতে, হারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভারত! তার ভাষ্য ছিল ঠিক এমন, ‘পাকিস্তান থেকে পালানো ভারতের পুরনো অভ্যাস। এটা নতুন কিছু নয়, আমি তাদের আমার খেলার দিন থেকেই চিনি। ভারত শারজাহ থেকে পালি গিয়েছিল যখন আমরা সেখানে জিততে শুরু করি, তারা আমাদের সঙ্গে খেলতে চায়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে হেরে গেলে তাদের জনসাধারণ খেলোয়াড়দের বাড়িতে আগুন ধরিয়ে দিত। আমাদের কাছে হারার পর গাভাস্কারসহ তাদের খেলোয়াড়দের কিছুটা সমস্যা হয়েছিল।’
এমএমএ/