পাকিস্তান না এলে ভারত নরকে যেতে পারে: মিয়াঁদাদ
কখনোই কাউকে তোয়াক্কা করে কথা বলেন না জাভেদ মিয়াঁদাদ। তার রোষানলে এখন ভারত। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, পাকিস্তান না এলে ভারত নরকে যেতে পারে।
সমস্যার নেপথ্যে এশিয়া কাপ। চলতি বছর পাকিস্তানে টুর্নামেন্টটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। যদি তাই হয়, তাহলে সেখানে দল পাঠাবে না ভারত। গত বছরেই এই হুমকি দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। দুই দেশের মধ্যকার রেষারেষিতে মহাবিপদে এশিয়ান ক্রিকেট কাউন্ডিল (এসিসি)।
সবশেষ গতকাল (৫ ফেব্রুয়ারি) বাহরাইনে অনুষ্ঠিত হয় এসিসি কার্যনির্বাহী বৈঠক। মূল এজেন্ডা ছিল, এশিয়া কাপ। কিন্তু লম্বা আলোচনায়ও কোনো সুরাহার পথ মেলেনি এবং টুর্নামেন্টের ভাগ্য এখনো অনির্ধারিত। এরই মধ্যে আক্রমণাত্মক বক্তব্য দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মিয়াঁদাদ।
৬৫ বছর বয়সী মিয়াঁদাদ এক পাবলিক ইভেন্টে বলেন, ‘ভারত নরকে যেতে পারে যদি তারা পাকিস্তানে ক্রিকেট খেলতে না আসতে চায়। আমি সব সময় পাকিস্তানকে সমর্থন করেছি। আপনি জানেন যে যখনই কোনো সমস্যা দেখা দেয়, আমি ভারতকে রেহাই দিই না। আমাদের অংশটা আমাদেরই দেখতে হবে, তাই লড়াই করা উচিত।’
যেখানে এসিসি ব্যস্ত সেখানে আইসিসির হস্তক্ষেপ কামনা করে মিয়াঁদাদ বলেছেন, ‘আমরা এসব পাত্তা দিই না কারণ আমরা আমাদের ক্রিকেট আয়োজন করছি। এটা আইসিসির কাজ। আইসিসি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গর্ভনিং বডি থেকে কোনো লাভ নেই। তাদের প্রতিটি দলের জন্য এই নিয়ম প্রয়োগ করতে হবে।’
সাবেক এই ক্রিকেটার যোগ করেন, ‘যদি কোনো জাতীয় দল না আসতে চায়, তবে তাদের বহিষ্কার করা উচিত। ভারত আপনাদের জন্য অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের জন্য কিছুই না।’
এসজি