সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
দরজায় কড়া নাড়ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় মূল লড়াইয়ে নামার আগে দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলবে টুর্নামেন্টের ১০ দল। তারই একটিতে আজ সন্ধ্যায় সাড়ে ৬টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। কেপটাউনে হবে দুই দলের লড়াই।
বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১০ ফেব্রুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ডে লড়বে ১০ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ— স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের পাঁচ দল হলো— ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।
কেপটাউনে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আসর শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। ১৪ ফেব্রুয়ারি সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় ম্যাচে বাঘিনীদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর কেপটাউনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ খেলবে দেশের মেয়েরা।
যেহেতু কেপটাউনে সিংহভাগ খেলা, তাই বেশ আগেই সেখানে দল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৩ জানুয়ারি কেপটাউনের জন্য দেশ ত্যাগ করে নিগারবাহিনী। সেখানে ইতোমধ্যে ৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছে মেয়েরা এবং প্রস্তুতি ম্যাচ খেলেছে আইরিশদের বিপক্ষে।
এখন আইসিসি নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচ খেলে শেষ প্রস্তুতি নেবে বাঘিনীরা। এই সূচিতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী বুধবার। প্রতিপক্ষ ভারত। ভেন্যু স্টেলেনবস।
আরএ/