মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কোয়ালিফায়ার-১ খেলার ভিসা পাবে কোন দুই দল

মানহীন বিদেশি ক্রিকেটারদের ভিড়ে এবারের বিপএল দারুণভাবে জমে উঠেছে। হয়ে উঠেছে জমজমাট। আবার এই জমজমাটের বিপরীত চিত্রও আছে। এবারের বিপএলকে একপেশেও বলা যায়। কারণ লিগ পর্বের খেলা শেষ হওয়ার অনেক আগেই প্লে অফের চার দল নিশ্চিত হয়ে গেছে। যা সচরাচর বিপিএলে খুব একটা হয়নি। লিগ পর্বের শেষ ম‌্যাচ পর্যন্ত থাকত প্লে অফে যাওয়ার লড়াই।

আগে-ভাগেই প্লে অফের চার দল নিশ্চিত হয়ে যাওয়াতে এখন এই চার দলের মাঝে শুরু হয়েছে শীর্ষে উঠার লড়াই। এই লড়াইয়ে নতুন মেরুকরণ তৈরি করেছে আবার এবারের আসরের চমক জাগানো দল সিলেট স্ট্রাইকার্স। আগের ম‌্যাচে তারা রংপুর রাইডর্সের কাছে হেরে গিয়ে জন্ম দিয়েছে নতুন মেরুকরণের। সুযোগ চলে চার দলেরই। অথচ সেই ম‌্যাচ জিতলে সিলেটের শীর্ষে থেকে কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হতো। তখন কোয়ালিফায়ার-১ খেলার জন‌্য বাকি তিন দলের মাঝে লড়াই হতো।

সিলেটের হাতে একটি ম‌্যাচ থাকলেও বাকি তিন দলের হাতেই আছে দুইটি করে ম্যাচ। তিন দলের পয়েন্টও সমান ১৪ করে। তিন দলেরই সমান সুযোগ আছে কোয়ালিফায়ার-১ খেলার। কিন্তু কোন দল পাবে তার ‘ভিসা’। এখানে আছে নানা সমীকরণ।

সমীকরণ এমন যে দুই দলের পয়েন্ট হতে পারে ১৮,আবার তিন দলেরও পয়েন্ট হতে পারে ১৮। আবার চার দলের পয়েন্ট সমান থাকতে পারে ১৬ করে। শুধু এই সমীকরণই নয়, শুধুমাত্র ১৮ পয়েন্ট থাকতে পারে একটি দলেরও। আবার ১৪ পয়েন্টই থাকতে পারে যেমন একটি দলের, তেমনি দুইটি দলেরও।

প্লে অফে সবার জন‌্য শীর্ষে উঠার লড়াই। আর সিলেটের জন‌্য শীর্ষে থাকার লড়াই। কারণ আসরের শুরু থেকেই তারা শীর্ষস্থান ধরে রেখেছে। এই শীর্ষ স্থান ধরে রাখার জন‌্য সিলেটের হাতে একটি ম‌্যাচ। ১১ ম‌্যাচে তাদের পয়েন্ট ১৬। সিলেটের শেষ ম‌্যাচের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। খেলা হবে ৮ ফেব্রুয়ারি। এই ম‌্যাচ জিতলেই সিলেটের শীর্ষে থেকে কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হবে। হেরে গেলে ঝুলে যাবে। কারণ কুমিল্লা ভিক্টেরিয়ানস ও ফরচুন বরিশাল খেলবে আবার নিজেদের মাঝে আগামীকাল (মঙ্গলবার)। এখানে যে দল জিতবে তার কোয়ালিফায়ার-১ খেলার সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

এখানে কুমিল্লা আছে কঠিন পরীক্ষায়। কারণ তাদের অপর ম‌্যাচের প্রতিপক্ষ প্লে অফেরই আরেক দল রংপুর রাইডার্স। খেলা হবে ১০ ফেব্রুয়ারি। কুমিল্লা যদি দুই ম‌্যাচই জিতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৮। সিলেট জিতলে তাদেরও পয়েন্ট ১৮। বাকি দুই দলের আর ১৮ পয়েন্ট পাবার সুযোগ থাকবে না।

কুমিল্লা এক ম‌্যাচ জিতলে পয়েন্ট হবে ১৬। সিলেট হারলেও পয়েন্ট হবে ১৬। আবার বরিশাল যদি কুমিল্লার বিপক্ষে জিতে খুলনার কাছে অপর ম‌্যাচে হেরে যায় তাহলে তাদেরও পয়েন্ট হবে ১৬। রংপুরেরও পয়েন্ট হবে ১৬ যদি তারা কুমিল্লার কাছে হেরে চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্সের বিপক্ষে অপর ম‌্যাচে জয়ী হয়। কাজেই এই সমীকরণে দেখা যাচ্ছে চার দলেরই পয়েন্ট ১৬ করে হবার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে নেট রান রেটে স্থান নির্ধারণ করা হবে।

সমীকরণ আরেকটি আছে। সিলেট হেরে গেলে। আবার কুমিল্লা যদি তাদের দুই ম‌্যাচ জিতে তাহলে তারাই একমাত্র ১৮ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে যাবে। একইভাবে বরিশাল ও রংপুরও তাদের দুই ম‌্যাচ জিতলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে। তখন ‍কুমিল্লার আর সুযোগ থাকবে না। কারণ বরিশাল ও রংপুরের কাছে হেরে তারা চারে চলে যাবে। এই দুই দল নিজ নিজ পরের ম‌্যাচেও জয়ী হলে আবার সিলেট তাদের ম‌্যাচ জিতলে তিন দলের পয়েন্টই সমান ১৮ করে হবে। তখন নেট রান রেট হবে এক, দুই তিন নির্ধারণ। আর যদি সিলেট হেরে যায় আর ববিশাল ও রংপুর নিজ নিজ দুই ম‌্যাচ জয়ী হয়ে তখন তারাই উঠে যাবে শীর্ষে।

সমীকরণ আছে আরও একটি। বরিশাল, কুমিল্লা ও রংপুর যেকোনো দল যদি তাদের দুইটি ম‌্যাচেই হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট ১৪ করে থাকবে। খেলবে এলিমেনেটর রাউন্ড। যেমন বরিশাল যদি কুমিল্লা ও খুলনার কাছে এবং রংপুর কুমিল্লা ও চট্টগ্রামের কাছে হেরে যায়। তাহলে তাদের পয়েন্ট হবে ১৪ করে। আবার কুমিল্লা যদি তাদের দুই ম‌্যাচে হার মানে, তাহলে ১৪ পয়েন্ট থাকবে শুধু তাদেরই। কারণ তাদের বিপক্ষে তখন একটি করে ম‌্যাচ জিতে ১৬ পয়েন্ট করে হয়ে যাবে বরিশাল ও রংপুরের।

এমপি/এসএন

 

Header Ad
Header Ad

সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। নির্বাচন বিলম্ব হলে যাদের সুবিধা হবে, তারাই ষড়যন্ত্র করছে। বিএনপি শক্তিশালী হলে তৃণমূলে আরও দৃঢ় হবে, তাই অনেকে ষড়যন্ত্র করছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে গণতন্ত্রের চর্চা থাকলে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা সম্ভব। গণতন্ত্র যত বেশি চর্চিত হবে, ততবেশি দেশ নিরাপদ থাকবে।"

তারেক রহমান দাবি করেন, "আমরা চাই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলছেন। আমরা বাংলাদেশে অস্থিরতা চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই অস্থিরতা দূর করা সম্ভব।"

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, "গত ১৫-১৬ বছর ধরে বিএনপি গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে। আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব।"

তিনি আরও বলেন, "মত পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বিভেদ সৃষ্টি করা উচিত নয়। আমরা শান্তিপূর্ণ উপায়ে দেশের জন্য কাজ করতে চাই।"

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, "শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু জনগণের বিজয় সুনিশ্চিত।"

বুলু নোবেল বিজয়ী ড. ইউনুসের প্রসঙ্গে বলেন, "হাসিনা আপনাকে হয়রানি করেছেন, বিএনপি তার প্রতিবাদ করেছে। তারেক রহমান আপনাকে সম্মান করেন। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকুন।"

সম্মেলনে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজিউর রহমান রাজিব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অন্যান্য নেতারা।

Header Ad
Header Ad

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উপস্থিত সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্তরা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ রাজশাহী জেলা কমিটির পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছিলেন। এদের মধ্যে রয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক এম এ বারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মিসকাতুল মিশু।

নাম প্রকাশে অনিচ্ছুক বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তারা বিভিন্ন কর্মকর্তার কাছে অর্থ দাবি করছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুই দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।

তবে দ্রুতই আবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর মে মাসে, পাকিস্তানেই। এফটিপির আওতাভুক্ত এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

শুধু তাই নয়, মাস দুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এবার অ্যাওয়ে নয়, হোম সিরিজে। জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই প্রস্তাব দেন। জানা গেছে, বিসিবির দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত চার-পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। এছাড়া, ২০২৪ সালে দেশটিতে দুটি টেস্ট খেলতে গিয়েছিল টাইগাররা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য