মাশরাফিকে পরের ম্যাচেও পাচ্ছে না সিলেট
নবম বিপিএলে সিলেট স্ট্রাইকার্স যে উড়ছে তার নেপথ্যে রয়েছে মাশরাফির সুদক্ষ নেতৃত্ব। গোটা দলকে তিনি এক সুতোয় গেঁথে ফেলেছেন। যার সুফল হিসেবে সিলেট শুরু থেকে শীর্ষ স্থানে থেকে এখন পর্যন্ত তা ধরে রেখেছে।
লিগ পর্বের আর একটি খেলা বাকি তাদের। সেই ম্যাচ জিততে পারলে টেবিল টপার হবে তারা। তবে তাদের পেছনে পেছনে আছে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স।
প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর সিলেটের জন্য এখন প্রতিটি খেলাই গুরুত্বপূর্ন। এমন সময় তারা হারিয়েছে নেতাকে। ইনজুরির কারণে মাশরাফি আপাতত মাঠের বাইরে।
খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেটে নিজেরে মাঠে ইনজুরিতে পড়ার পর ঢাকায় ফিরে রংপুরের বিপক্ষে মাশরাফি খেলতে পারেনি। ম্যাচটিতে সিলেট ২ উইকেটে ১৭০ রান করেও কোনো লড়াই করতে পারেনি। ম্যাচে মাশরাফির অভাব প্রকটভাবে ফুটে ওঠে।
তিনি শুধু দলকে নেৃতত্বই দিচ্ছেন না, বল হাতেও দলকে নিয়মিত উইকেট উপহার দিয়ে চলেছন। তার ঝুলিতে উইকেট সংখ্যা ১২টি। সেই মাশরাাফিকে সিলেট ৮ ফেবুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে শীর্ষে উঠার মহাগুরুত্বপূর্ন ম্যাচেও পাচ্ছে না।
তার না খেলার ব্যাপারে দলের সহকারি ব্যাটি কোচ তুষার ইমরান বলেন, মাশরাফি বেশ ভালোই ব্যথা পেয়েছে। ঢাকায় আসার পর সে আর অনুশীলন করেনি। হাঁটতে গেলেও ব্যথা পায়। খেলার ব্যাপারটা তারা উপর নির্ভর করছে।’
এদিকে দলের প্রধান কোচ রাজিন সালেহ জানিয়েছেন মাশরাফির পরের ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তারা এখন ভাবছেন প্লে অফে মাশরাফির খেলা নিয়ে।
এমপি/এমএমএ/