বিগব্যাশে পঞ্চম শিরোপা জিতল স্কর্চার্স
ব্রিসবেন হিটের অপেক্ষা বাড়িয়ে বিগব্যাশ লিগে (বিবিএল) শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখল পার্থ স্কর্চার্স। শনিবার (৪ ফেব্রুয়ারি) পার্থ স্টেডিয়ামে ফাইনালে ৫ উইকেটে জিতেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। বিগব্যাশে এটি পঞ্চম শিরোপা স্কর্চার্সের। দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স।
টুর্নামেন্টে মাত্র একবারই শিরোপা উল্লাস করেছে ব্রিসবেন। সেটা ২০১২-১৩ মৌসুমে। সেই সাফল্যের পর প্রথমবার ফাইনালে উঠে লড়াকু পুঁজিই পেয়েছিল দলটি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৭৫ রান। তাদের এই সংগ্রহ ৪ বল হাতে রেখেই টপকে যায় স্কর্চার্স। দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাস্টন টার্নার।
হোম ভেন্যুতে রান তাড়ায় শুরুটা ভালো ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ৭.৫ ওভারে ৫৪ রান করতেই তিন টপ-অর্ডার ব্যাটারকে হারায় স্কর্চার্স। এরপর দলের হাল ধরেন অধিনায়ক টার্নার। ৩২ বলে ৫ চার এবং ২ ছক্কায় তার ৫৩ রানের ইনিংসে জয়ের পথে ফিরে স্কর্চার্সের।
টার্নার সাজঘরে ফেরার পর শেষ বাজিটা জিতেন নিক হবসন এবং কুপার কনলি। মাত্র ১৬ বলে দুজনের ৪১ রানে অবিশ্বাস্য জুটিতে শিরোপা ধরে রাখার মিশনে সফল হয় স্কর্চার্স।
এমএমএ/