প্রতিশোধ নিতে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। আর সবার শেষে রংপুর রাইডার্স। এখন চলছে শীর্ষে উঠার লড়াই। ১০ ম্যাচে সিলেটের পয়েন্ট ১৬। ৯ ম্যাচে রংপুরের ১২ পয়েন্ট। আজ জিতলে সিলেটের কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হবে। রংপুর জিতলে জমে উঠবে লড়াই।
এদিকে সিলেট স্ট্রাইকার্সের সামনে আজ সেই দুর্বিসহ স্মৃতি। এই সেই রংপুর রাইডার্স। চলতি আসরে তারাই একমাত্র দল, যারা এবারের আসরে সিলেটকে তাদের মাঠে নাকানি-চাবানি খাইয়ে হারিয়েছিল ৬ উইকেটে। আজ সিলেটের সামনে তাই প্রতিশোধ নেওয়ার পালা। আর রংপুরের পাল্টা আঘাত হানা।
এমন জমজমাট লড়াইয়ের পূর্বাভাস থাকা ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামবে সিলেট। আগেরবারও সিলেট টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৭ রানে ৭ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল।
আজ সিলেটের হয়ে তাদের নিয়মিত অধিনায়ক মাশারফি ইনজুরির কারণে খেলছেন না। তার পরিবর্তে টস করেন মুশফিকুর রহিম।
সিলেটের পাকিস্তানি তিন ক্রিকেটার মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হারিস চলে যাওয়াতে তাদের সেরা একাদশে একাধিক পরিবর্তন ছিল সময়ের ব্যাপার। নিয়মিত খেলা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের জায়গা খেলবেন মোহাম্মদ ইরফান ও টম মরিস। মাশরাফি না খেলাতে দলে নাবিল সামাদকে নেওয়া হয়েছে।
রংপুরের একাদশে নিয়মিত খেলা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, হারিস রউফ। তাই তাদের সার্ভিস আজও পাচ্ছে রংপুর। তারপরও একাদশে খেলানো হচ্ছে না মোহাম্মদ নেওয়াজকে। তার পরিবর্তে খেলবেন আ্যটন জোনস। এ ছাড়া, রকিবুল হাসানের পরিবর্তে খেলবেন রবিউল হক।
সিলেট স্ট্রাইকার্স: মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, রায়ান বার্ল, থিসারা পেরেরা, রুবেল হোসেন, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ ইরফান,টম মরিস ও নাবিল সামাদ।
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, রনি তালুকদার, শেখ মেহেদি হাসান, শোয়েব মালিক,আ্যরন জোনস ম্মদ নেওয়াজ, আজমতউল্লাহ ওমরজাই, শামীম হোসেন, রবিউল হক, হারিস রউফ ও হাসান মাহমুদ।
এমপি/এমএমএ/