চট্টগ্রামকে ১৫৬ রানে আটকে দিয়েছে কুমিল্লা
শীর্ষে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুব বেশি রান করতে দেয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। টস জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম ৭ উইকেটে করেছে ১৫৬ রান। আগের ম্যাচে কুমিল্লা খুলনার করা ২ উইকেটে ২১০ রান অনায়াসেই পাড়ি দিয়েছিল ৩ উইকেট হারিয়ে।
টস জিতে ব্যাটিং নেওয়ার সুফল নিতে গিয়ে শুরুতেই বাঁধাগ্রস্ত হয় চট্টগ্রাম। তানভীর ইসলামের প্রথম ২ ওভারেই তারা হারায় মেহেদি মারুফ (০) ও খাজা নাফিকে (২)। যে কারণে ব্যাটিং পাওয়ার প্লেতে রান উঠে ২ উইকেটে মাত্র ৩০।
চট্টগ্রাম এই ধাক্কা সামলে উঠে ওসমান খান ও আফিফ হোসেনের ব্যাটে। দুই জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরির ইনিংস। ওসমান খান ৫২ ও আফিফ ৬৬ রান করেন। তৃতীয় উইকেট জুটিতে তারা ৮৮ রান যোগ করেন ৯.৪ ওভারে। জুটি ভাঙে ওসমান খান আউট হলে সৈকত আলীর বলে জনসন চার্লসের হাতে ধরা পড়ে। তার ইনিংস সাজানো ছিল ৪১ বলে তিন ছক্কা ও চার বাউন্ডারিতে।
ওসমান খান আউট হওয়ার পর আফিফ হোসেন ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। তখন অপর প্রান্তে একে একে আউট হয়ে যান শুভাগত হোম (১২) কার্টিস ক্যাম্ফার (০) ও জিয়াউর রহমান (০)। প্রথম দুজন রান আউট হন। জিয়াউরকে আউট করেন আসান আলী।
আফিফ ৪০ বলে হাফ সেঞ্চুরি করার পর আউট হন ইনিংসের শেষ ওভারের প্রথম বলে হাসাম আলীর এলবিডব্লিউর শিকার হয়ে। তিনি ৪৯ বল খেলে ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রান করেন। হাসান আলী ২৫ ও তানভীর ইসলাম ২৭ রানে ২টি করে উইকেট নেন।
এমপি/আরএ/