শীর্ষে উঠার লড়াইয়ে টস হেরে বোলিংয়ে কুমিল্লা
প্রথম তিন ম্যাচে হেরে বাজে অবস্থায় পড়া বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এরপর আর পেছনে ফিরে তাকায়নি। টানা তিন ম্যাচ হারের বিপরীতে পরে জিতেছে টানা ছয় ম্যাচ। যা তাদের নিয়ে গেছে প্লে অফে। এখন হাতছানি দিচ্ছে শীর্ষে উঠার। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর লক্ষ্য নিয়ে তারা টস হেরে বোলিং করতে নামবে।
কুমিল্লার সেরা একাদশে পরিবর্তন ছিল প্রত্যাশিত। খুশদিল শাহ চলে যাওয়াতে তার জায়গায় দলে নেওয়া হয়েছে আবরার আহমেদকে। ইনজুরির কারণে দলে নেই লিটন কুমার দাস। নেই আশিকুজ্জামানও। খেলানো হবে সৈকত আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।
চট্টগ্রামের পাকিস্তানি দুই ক্রিকেটার আর যাননি তাদের একজন ওসমান নিয়মিত খেলছেন। আজ আবার একাদশে নিয়ে আাসা হয়েছে অপর ক্রিকেটার খাজা নাফিকে। ফিরেছেন আফগান দারউইস রাসুলি ও জিয়াউর রহমান। বাদ পড়েছেন বিজয়াকান্তে, ম্যাক্সওয়েল প্যাট্রিক ও ইরফান শুক্কুর।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন,জাকের আলী, তানভীর ইসলাম, নাসিম শাহ, মোস্তাফিজুর রহমান, আবরার আহমেদ,সৈকত আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), ওসমান খান, আফিফ হোসেন, মেহেদি মারুফ, খাজা নাফি দারউইস রাসুলি, কার্টিস ক্যাম্ফার, মুত্যুঞ্জয় চৌধুরী জিয়াউর রহমান, নাহিদুজ্জামান ও মেহেদি হাসান রানা।
এমপি/আরএ/