আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার
আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে মাকসুদা
আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার তিনি। ভারতের মুম্বাইয়ে ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
মাকসুদা ২০১৬ সালে পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর টেক্সটাইল ডিজাইনের ওপর পড়াশোনা করতে যান ভারতের পাঞ্জাবে। সে সময় হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে দেখে তিনি বডিবিল্ডিংয়ে আগ্রহী হয়ে ওঠেন। আদর্শ হিসেবে গ্রহণ করেন শোয়ার্জেনেগারকে। সেখানে পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত জিমে যাওয়া শুরু করেন এবং শরীরচর্চা নিয়ে পড়াশোনাও করেন।
বডিবিল্ডিংয়ের সাধনা আসলে মাকসুদার জন্য একটি সংগ্রাম ছিল। বাংলাদেশের অনেকের কাছে তিনি কটুকথা শুনেছেন। কিন্তু সব কথা, সব প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে মাকসুদা তার স্বপ্নের পথে হেঁটেছেন।
মাকসুদা এরমধ্যে জিতেছেন বাংলাদেশের জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। জিতেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ইভেন্টের উন্মুক্ত শ্রেণিতে শিরোপা। আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জিতলে তিনি হবেন আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাংলাদেশের প্রথম নারী।
কঠোর প্রতিবন্ধকতার বেড়াজাল ভেঙে বডিবিল্ডিংয়ে আসা মাকসুদা এখন বাংলাদেশের অনেকের কাছে অনুকরণীয়। তার বুকজুড়ে আশা তিনি বিশ্বের বুকে ওড়াবেন নারী বডিবিল্ডিংয়ে বাংলাদেশের পতাকা।
/এএন