আফ্রিদির মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শাহিন শাহ
বাগদান আগেই হয়েছিল। বাকি ছিল কেবল বিয়ের আনুষ্ঠানিকতা। সেই পর্বও চুকিয়ে ফেললেন শাহিন শাহ আফ্রিদি। স্বদেশি কিংবদন্তি শহীদ আফ্রিদির দ্বিতীয় কন্যা আনশার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এই পাকিস্তানি পেসার।
পাকিস্তানি সুপারস্টার শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচির স্থানীয় এক মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। জিও নিউজকে শাহিন শাহ বলেছেন, ‘এটা আমার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, এটা এখন পূরণ হয়েছে।’
জাকারিয়া মসজিদে বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মাওলানা আবদুল সাত্তার। কনের বিদায় পরবর্তী সময়ে হবে। গতকাল রাতে মেহেদি অনুষ্ঠিত হয়। শাহীনের পরিবার করাচিতে পৌঁছায় বিয়ের দুই দিন আগে।
বিয়ে সুসম্পন্ন হওয়ার পর একটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, সরফরাজ আহমেদ, স্কোয়াশ লিজেন্ড জাহাঙ্গীর খান, আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খানসহ আরও অনেকে।
শাহিন শাহর কাছে জানতে চাওয়া হয়েছিল যে তার নারী ভক্তদের নিয়ে তার স্ত্রী ঈর্ষান্বিত ছিলেন কি না। ২২ বছর বয়সী ক্রিকেটার মজার ছলে জানান, তিনিও সেরকম অনুভব করেন।
এই পেসারের ভাষ্য ছিল ঠিক এমন, ‘আমি নিশ্চিত নই, কিন্তু হয়তো সে এরকম কিছু অনুভব করছে। যাই হোক আমি আমার হৃদয় খুঁজে পেয়েছি এবং এটাই আমার জন্য যথেষ্ট।’
গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে চোট পান শাহিন শাহ। সেই থেকে মাঠের বাইরে তিনি। ফিরছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে। ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে লাহোর কালার্ন্দাসের জার্সি গায়ে জড়াবেন তিনি।
এসজি