হতাশ বাটলার বুঝছেন বাস্তবতাও
বাংলাদেশ সফর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইংল্যান্ডের সীমিত ওভারের নিয়মিত কিছু ক্রিকেটার। সতীর্থদের এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই হতাশ জস বাটলার। কিন্তু রাগছেন না ইংল্যান্ড অধিনায়ক। কারণ বাস্তবতাও বুঝতে পারছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
বাটলারের দলে নিয়মিত মুখ অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস এবং ডেভিড উইলি। এই তিনজন ছাড়া আরও কিছু ক্রিকেটার বাংলাদেশ সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য। দেশের জার্সি বহন করার যে সম্মান তার চেয়ে অর্থকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা।
এ প্রসঙ্গে বাটলার বলেছেন, ‘ছেলেরা যেখানেই খেলুক না কেন, আমরা আমাদের সেরা দল বাছাই করতে চাই। বিশেষ করে বিশ্বকাপ এবং আইসিসির ইভেন্টের জন্য। তাই আমাদের মানসিকতা খোলামেলা। এটি বেশ জটিল এবং কিছু ক্ষেত্রে কিছু হতাশা আছে কিন্তু আমি ছেলেদের অবস্থান পুরোপুরি বুঝতে পারি।’
বাস্তবতা মেনে নিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘যেমন সময়ে আমরা আছি তা ভিন্ন একটি পরিস্থিতি। আমি উভয় দিক থেকে বুঝতে পারছি। ইংল্যান্ডের একজন অধিনায়ক হিসেবে, একদিকে আমি চাই যে সবাই ইংল্যান্ডের খেলাকে প্রাধান্য দিক এবং যেকোনো সুযোগ লুফে নিক। অন্যদিকে এটাও জানি যে খেলায় তার চেয়েও বড় জিনিস রয়েছে।’
বাটলার যোগ করেন, ‘খেলোয়াড়রা ইংল্যান্ডের হয়ে খেললে কী উপার্জন করবে আর না খেললে কী পাবে সেটার অসঙ্গতি কিন্তু অনেক বড়। তাই এই বিষয়টা বিচারের বেলায় মাথায় রাখতে হবে। হুটহাট কোনো কিছু বলে দিতে পারি না আমরা। কারণ প্রত্যেককেই তার ক্যারিয়ারে ভিন্ন সময়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।’
এসজি